You will be redirected to an external website

২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ, চ্যাংদোলা করে গাড়িতে তুলছে পুলিশ, করুণাময়ীতে ধুন্ধুমারকাণ্ড

Protest by 2022 TET passers, police are waving and picking them up in cars, a brawl breaks out in Karunamoyee

২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ

আজ, মঙ্গলবার ফের রাজপথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্রাথমিকে ৫০ হাজার নিয়োগের দাবিতে এদিন টেট উত্তীর্ণদের পর্যদ অফিস অভিযান ছিল। তার জন্য সকাল থেকে করুণাময়ীতে জমায়েত করেন হাজার হাজার চাকরিপ্রার্থী। কিন্তু মেট্রো স্টেশনের বাইরেই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড়। জমায়েত হতে না হতেই আন্দোলনকারীদের চ্যাংদোলা করে রীতিমতো গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। গোটা বিষয়টি পয়েন্টার আকারে রইল…

  1. নিয়োগের দাবিতে মঙ্গলবার ফের উত্তাল হয়ে উঠল রাজপথ। ২০২২ সালের টেট উত্তীর্ণদের আন্দোলনে ধুন্ধুমারকাণ্ড করুণাময়ীতে। জমায়েত হতে না হতেই শুরু পুলিশি ধরপাকড
  2. এদিন সকাল থেকেই করুণাময়ী জমায়েত করছিলেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণভাবে তাঁরা পর্ষদে আন্দোলনের কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু হঠাৎই তাঁদের জমায়েতে হঠাতে শুরু করে পুলিশ। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি।

জমায়েত থেকে রীতিমতো চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের গাড়িতে তুলতে থাকে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিতে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। 

  1. এর মধ্যেই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, এতগুলো বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। করুণাময়ীতে এই মুহূর্তে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়।
  2. এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা তিন বছর টেট পাশ করে বসে রয়েছি। আমার বাবা-মা তো না খেতে পেয়েই মরে গেল। আর আমরাও তাই হব! আর পুলিশ, পুলিশের বাড়ির লোকের সঙ্গে এরকম হলে বুঝতে পারব।”
  3. দুপুর ১টার সময়ে বেশ কিছুটা পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসে পুলিশ। মাঝে ঘণ্টা দেড়েকের বিরতি। তারপর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্য আরও দুটি মিছিল কয়েক হাজার চাকরিপ্রার্থী করুণাময়ীতে অন্য দিক থেকে এসে হাজির হয়।
  4. এক চাকরিপ্রার্থী বলেন, “যেখানে OBC-র বাহানা নেই, OBC-র ঝামেলা মিটলে ৭২ ঘণ্টার মধ্যে নোটিস দেওয়ার কথা বলেছিলেন। এখন কি শীতঘুমে? ইন্টারভিউ কবে হবে? সামনেই বিধানসভা। ভোট পেরিয়ে গেলেই, হাতের পুতুলের মতো নাচব। বাড়িতে ঢুকতে পারছি না।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Modi to inaugurate metro, at which station of which route will the Prime Minister be seen? Read Next

মেট্রো উদ্বোধনে মোদী, কো...