ডাক্তারি পড়ুয়ার ‘গণধর্ষণে’ গ্রেফতার ৩ অভিযুক্ত
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য তথা গোটা দেশজুড়ে। এবার এই অপরাধের ঘটনায় ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন খুঁজে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। আরও একজনকে আটক করে পুলিশ। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ।
জানা গিয়েছে , ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই পুলিশ ৫ জনকে চিহ্নিত করেছে। তাদের ছবি পুলিশের হাতে এসেছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজন এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গতকাল সহপাঠীকে আটক করেছিল পুলিশ। এর বিরুদ্ধে সন্দেহের আঙুল তুলেছেন নির্যাতিতার বাবাও। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানা যায়নি এখনও।
শনিবার রাতেই আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন। সহপাঠীর সঙ্গেও কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, ঘটনার দিন নির্যাতিতা এই সহপাঠীর সঙ্গেই বেরিয়েছিল। তিনজন এসে তাদের ফোন কেড়ে নেয়, দুর্ব্যবহার করে। এরপরে বাকি দুইজন আসে এবং জিজ্ঞাসা করে যে কী হয়েছে। তখন নির্যাতিতা জানান যে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছে। যে দুইজন এসেছিলেন পরে, তাদের মোবাইল থেকেই নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন। ওই ফোন নম্বরের সূত্র ধরেই পুলিশ ব্রেক-থ্রু পায়। খুঁজে বের করা হয় ওই নম্বরটি কার, কে ব্যবহার করেছিল। তাঁকে প্রথম জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর কাছ থেকেই বাকিদের পরিচয় জানতে পারে পুলিশ। সকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সহপাঠী বাদেও একজনকে আটক করা হয়েছে। বাকি একজন এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আজই তাঁদের গ্রেফতার করা যাবে বলে আশাবাদী পুলিশ।