You will be redirected to an external website

রেড রোড থেকে সোজা SSKM! কুচকাওয়াজের মাঝেই অসুস্থ ৩৯ পড়ুয়া, ছুটে গেলেন মমতা

Straight from Red Road to SSKM! 39 students fall ill during the parade, Mamata rushes to the spot

কুচকাওয়াজের মাঝেই অসুস্থ ৩৯ পড়ুয়া, ছুটে গেলেন মমতা

স্বাধীনতা দিবসের সকালে SSKM-এর ইমার্জেন্সি ওয়ার্ডে হঠাৎ করে বাড়ল তৎপরতা। ঢুকল একের পর এক অ্যাম্বুল্যান্স। উত্তেজনার ছাপ চিকিৎসকদের মুখে। কিন্তু কী এমন হল? হঠাৎ করেই শান্ত সকাল কেন তপ্ত হয়ে উঠল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৩৫ জন পডু়য়া। রেড রোডের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল তারা। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি নিয়ে আসা হয় রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ।

হাসপাতাল তরফে অসুস্থ হওয়া পডু়য়াদের সংখ্যা নিয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৩৫ জন পডু়য়া। তবে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয়। বাড়তে পারে আবার কমতে পারে বলেও অনুমান চিকিৎসকদের।ইতিমধ্য়েই পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে SSKM হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন উচ্চ পদমর্যাদার চিকিৎসকরাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। কী কারণে অসুস্থ হল এই পডু়য়ারা? সেই নিয়ে হাসপাতাল তরফে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক ভাবে অনুমান, রোদে-তাপে এই অবস্থা হয়েছে তাদের। কারণ, এই অসুস্থ পডু়য়ারাই যোগ দিয়েছিলেন রেড রোডে আয়োজিত  বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায়। সকাল থেকে একটা তপ্ত আবহ। গরমে জ্বালা-পোড়া। মাঝে দু-এক পশলা বৃষ্টি নামলেও, তা মিনিট খানেকও টেকেনি। তারপরই আবার বেড়েছে তাপ। আর তখনই রেড রোডের অনুষ্ঠানে পা মেলান পড়ুয়ারা। অনুমান, আবহাওয়ার পরিবর্তনেই শরীর দুর্বল হয়ে পড়ে তাদের। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, অনেকের অবস্থা এখন স্থিতিশীল। তবে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, অসুস্থ পড়ুয়ার সংখ্যা ৩৯ জন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'I have loved everyone, patted their heads...', Mamata says children who fell ill at Red Road are now 'stable' Read Next

‘সবাইকে আদর করে, মাথায় হা...