You will be redirected to an external website

আরামবাগে ভাঙল ষাট বছরের পুরনো সেতুর একাংশ, পাঁচ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন হওয়ার আশঙ্কা

60 year old bridge in Arambag broken, fear of disconnection with five districts

রামকৃষ্ণ সেতুর রেলিং

আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর ভেঙে পড়ল ব্যস্ততম রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের একাংশ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। বিপজ্জনকভাবে যান চলাচল করছে। কেউ আহত হয়নি। এই সেতুটি পাঁচটি জেলার সঙ্গে সংযোগ করে। পুরোপুরি ভাঙলে যোগযোগ বিছিন্ন হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।

রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যবস্থা নিয়েছে তারা। ভাঙা অংশটুকু ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। মোতায়েন রয়েছে পুলিশও। এই রামকৃষ্ণ সেতু বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া-সহ ৫টি জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন প্রচুর বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক চলে। এছাড়াও বাইক ও ছোট গাড়িতো আছেই। সেতুটি ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থার অনেকটা ক্ষতি হবে বলে অনুমান স্থানীয়দের।

রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যবস্থা নিয়েছে তারা। ভাঙা অংশটুকু ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। মোতায়েন রয়েছে পুলিশও। এই রামকৃষ্ণ সেতু বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া-সহ ৫টি জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন প্রচুর বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক চলে। এছাড়াও বাইক ও ছোট গাড়িতো আছেই। সেতুটি ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থার অনেকটা ক্ষতি হবে বলে অনুমান স্থানীয়দের।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

State gave new affidavit in DA case Read Next

DA মামলায় নতুন হলফনামা দি...