পঞ্চায়েত উন্নয়নে বড় বরাদ্দ কেন্দ্রের
পঞ্চায়েত ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের (Rural Development) জন্য কেন্দ্রীয় তহবিল পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। পঞ্চদশ অর্থ কমিশনের (Union Government) অধীনে ‘সংযুক্ত (মৌলিক) অনুদান’ খাতে চলতি অর্থবর্ষে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই অর্থটি প্রাপ্য মোট অনুদানের প্রথম কিস্তি হিসেবে রাজ্যকে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (৬ অক্টোবর) এই অর্থ রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজ্যের ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ২১টি জেলা পরিষদে ধাপে ধাপে এই অর্থ পৌঁছে যাবে।
‘সংযুক্ত অনুদান’ খাতে পাওয়া টাকার ব্যবহার নিয়ে পঞ্চায়েতের পূর্ণ স্বাধীনতা রয়েছে। অর্থাৎ, কোন খাতে কত টাকা খরচ হবে, তা স্থানীয় চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পঞ্চায়েতি প্রতিষ্ঠানগুলিই সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ, গ্রামীণ উন্নয়নের যেকোনো প্রয়োজনীয় কাজে পঞ্চায়েতগুলি নিজেদের পরিকল্পনা মতো এই তহবিল ব্যবহার করতে পারবে।
তবে ‘আবদ্ধ অনুদান’ খাতে এমন স্বাধীনতা নেই। এই খাতের অর্থ কেবল নির্দিষ্ট প্রকল্পেই খরচ করা যায়, যেমন— যে পরিকাঠামো নির্মাণের উদ্দেশ্যে টাকা বরাদ্দ করা হয়।
গত দুই অর্থবর্ষে পশ্চিমবঙ্গ মোট ২,০৯৯ কোটি ১০ লক্ষ টাকা পেয়েছে ‘আবদ্ধ অনুদান’ খাতে। কেন্দ্র জানিয়েছে, এই অর্থ শৌচাগার নির্মাণ ও পানীয় জল সরবরাহের কাজে ব্যয় করতে হবে।
আগের বছর দেখা গিয়েছিল, ‘সংযুক্ত অনুদান’ খাতের টাকা পাঠানোর কিছুদিনের মধ্যেই কেন্দ্র ‘আবদ্ধ অনুদান’-এর তহবিলও ছাড়ে। সূত্রের খবর, এ বছরও খুব শিগগিরই রাজ্য চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির ‘আবদ্ধ অনুদান’ পেতে পারে।
মোট অনুদান ৪১৮১ কোটি টাকার বেশি
পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় আগের ও বর্তমান অর্থবর্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত মোট ৪,১৮১ কোটি ২৩ লক্ষ টাকা পেয়েছে। এর মধ্যে সদ্যপ্রাপ্ত এই ৬৮০ কোটি টাকা যোগ হলে, ‘সংযুক্ত অনুদান’ খাতে রাজ্যের প্রাপ্ত অর্থ দাঁড়ায় ২,০৮২ কোটি ১৩ লক্ষ টাকা। অন্যদিকে, ‘আবদ্ধ অনুদান’ (বাঁধা অনুদান) খাতে রাজ্যের প্রাপ্ত অর্থের পরিমাণ ২,০৯৯ কোটি ১০ লক্ষ টাকা।