You will be redirected to an external website

আইসিডিএস -এর রান্না করা খাবারে ফের মিলল টিকটিকি,সেই খাবার খেয়ে অসুস্থ ৯

9 people hospitalized after being accused of offering khichdi to a fake person

আইসিডিএস -এর রান্না করা খাবারে ফের মিলল টিকটিকি,

আইসিডিএস (ICDS)-এর রান্না করা খাবারে ফের মিলল টিকটিকি। ঘটনা বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্রের। খাবারে টিকটিকি নজরে আসতেই তৎপর হয় আইসিডিএস কেন্দ্রের কর্মীরা। বিষক্রিয়ার আশঙ্কায় ওই আইসিডিএস কেন্দ্রের কয়েকজন শিশু-সহ ৯ জন উপভোক্তাকে নিয়ে যাওয়া হয় রাইপুর গ্রামীণ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারেঙ্গা ব্লকের দামদি-আইসিডিএস (ICDS) কেন্দ্র থেকে শিশু, প্রসূতি ও গর্ভবতী মিলিয়ে মোট ৫৫ জন প্রতিদিন রান্না করা খাবার সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে খায়। অন্যান্য দিনের মতো বুধবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শেডে রান্নার পর উপভোক্তাদের সেই খিচুড়ি দেওয়া হয়। সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার সময় এক মহিলার নজরে আসে থালার খিচুড়ির মধ্যে একটি ছোট টিকটিকির বাচ্চা মৃত অবস্থায় রয়েছে। বিষয়টি নজরে আসতেই ওই মহিলা তড়িঘড়ি বিষয়টি জানান আইসিডিএস কর্মীদের।

আইসিডিএস কর্মীর দাবি ফোন পেতেই সমস্ত উপভোক্তাকে ফোন করে ওই খাবার খেতে নিষেধ করা হয়। কিন্তু ততক্ষণে কয়েকজন শিশু সহ মোট ৯ জন উপভোক্তা ও পরিবারের লোক ওই খাবার খেয়ে নেওয়ায় বিষক্রিয়ার আশঙ্কায় তড়িঘড়ি তাঁদের রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ৯ জনের মধ্যে কারও তেমন শারিরিক সমস্যা দেখা না গেলেও আপাতত ২৪ ঘণ্টা সেখানেই তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

আইসিডিএস কর্মী ও সহায়িকা রেবতী ডাঙ্গরের বলেন, “ওই টিকটিকি রান্নার সময় খিচুড়িতে পড়ে যাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনই রান্না করা খাবার বাড়িতে নিয়ে যাওয়ার পরেও তাতেও টিকটিকিটি পড়ে থাকতে পারে।” অভিভাবক শিখা মাঝি বলেন, “এমনি কিছু হয়নি। খাওয়া শুরুও করে দিয়েছিলাম। দেখি টিকটিকি পড়ে রয়েছে পাতে।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Delhi hit by rain and floods, red alert in many areas, 340 flights delayed due to disaster Read Next

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত...