৭৫ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ৩৫ বছরের তরুণীকে!
উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সঙ্গরুরাম নামের ৭৫ বছরের এক বৃদ্ধ বিয়ের পরদিনই মারা গেলেন।
সঙ্গরুরামের প্রথম স্ত্রী মারা যান এক বছর আগে। সন্তান না থাকায় তিনি একাই বসবাস করছিলেন এবং চাষাবাদের মাধ্যমে জীবন কাটাতেন। দীর্ঘ একাকিত্ব কাটাতে তিনি নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
পরিবারের অনেকেই তাঁকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সব আপত্তি উপেক্ষা করে তিনি ২৯ সেপ্টেম্বর সোমবার ৩৫ বছরের মানভাবতী নামের এক তরুণীকে বিয়ে করেন। তরুণী জালালপুর এলাকার বাসিন্দা।
প্রথমে আদালতে গিয়ে রেজিস্ট্রি করে তাঁরা। এরপর স্থানীয় এক মন্দিরে পূজা-অর্চনার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মানভাবতী বিয়ের পর সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী তাঁকে আশ্বস্ত করেছিলেন যে সংসারের দায়িত্ব তিনি সামলাবেন, আর সঙ্গরুরাম নাকি বলেছিলেন, “আমি বাচ্চাদের দায়িত্ব নেব।” মানভাবতীর দাবি, বিয়ের রাতটা দু’জনে গল্প করেই কাটিয়েছিলেন। এর পরে হানিমুনে যাওয়ারও কথা ছিল তাঁদের। কিন্তু পরের দিন সকালে হঠাৎই সঙ্গরুরামের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে গ্রামে নানান আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, বয়সজনিত কারণে এ মৃত্যু স্বাভাবিক। আবার অনেকেই এটিকে সন্দেহজনক মনে করছেন।
এদিকে সঙ্গরুরামের আত্মীয়রা, বিশেষত দিল্লিতে বসবাসকারী ভাইপোরা, এখনও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে দেননি। তাঁরা জানিয়েছেন, তাঁরা না আসা পর্যন্ত দাহক্রিয়া করা যাবে না। পাশাপাশি, গ্রামবাসীর একাংশও ময়নাতদন্তের দাবি করেছেন।