কেন্দ্রীয় পথ খুলতে উদ্যোগী বিস্তা, মমতাকে ‘অনুরোধ’ চিঠি দার্জিলিঙের সাংসদের |
রেড রোডে কার্নিভালের মাঝেই শুরু বৃষ্টি, মমতার উপস্থিতিতে জল মাথায় করেই চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা
রেড রোডে কার্নিভালের মাঝেই শুরু বৃষ্টি
রেড রোডে কার্নিভালের (Durga Puja Carnival মাঝেই কলকাতায় (Kolkata Rain) শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। তাতেও ভাঁটা পড়ছে না বর্ণাঢ্য শোভাযাত্রায়। বৃষ্টি মাথায় করেই একের পর এক অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে ক্লাবগুলি। কার্নিভালের মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
রোববার আবহাওয়া দফতর জানিয়ে ছিল, উত্তর বিহারের নিম্নচাপ এখন শক্তি হারিয়েছে, তবু তার প্রভাব বাংলায় আজও দেখা যাবে। অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Weather)। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে। ধসে চাপা পড়ে, জলে তলিয়ে এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় (Kolkata Weather) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েইছে।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল, আগামী দুই ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। সেই মতোই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি।
নবম বর্ষে পা রাখতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের উদ্যোগ — দুর্গাপুজো কার্নিভাল। ঠিক আগের মতোই এ বারও বর্ণাঢ্য আয়োজনে রেড রোডে অনুষ্ঠিত হবে মহোৎসবটি, দিনটা রবিবার, ৫ অক্টোবর। প্রস্তুতি শেষ পর্যায়ে। অংশগ্রহণকারী পুজো উদ্যোক্তারা তৈরি তাঁদের নিজস্ব ট্যাবলো নিয়ে গঙ্গার ঘাটের পথে শোভাযাত্রায় নামতে।
এ বছরই প্রথম, অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়াল একশোর গণ্ডি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বারের কার্নিভালে থাকবে মোট ১১৩টি পুজো কমিটি — যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গত বছর অংশ নিয়েছিল ৮৯টি পুজো কমিটি, তার আগের দু’বছর (২০২২ ও ২০২৩) প্রায় ১০০টি ক্লাব অংশ নিয়েছিল এই রঙিন শোভাযাত্রায়।
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল দুর্গাপুজো কার্নিভাল। শহরের সবচেয়ে জনপ্রিয় উৎসবকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ভাবনা থেকেই জন্ম এই ঐতিহ্যের। প্রতি বছর রেড রোড জুড়ে সাজে আলো, রঙ, সুর আর ঢাকের তালে তালে শহরের শ্রেষ্ঠ পুজোগুলির ট্যাবলো ঘুরে যায় একে একে।