সিইও-র গাড়ি ঘিরে বিক্ষোভ বিএলও-দের একাংশের
বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের (BLO) বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হল কলকাতায় (Kolkata News)। অতিরিক্ত কাজের চাপের অভিযোগের পাশাপাশি ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানোর দাবিতে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বা সিইও-দফতরের (CEO West Bengal) সামনে বিক্ষোভ শুরু করেন বিএলও-দের একাংশ। অন্যদিকে, এদিনই দিল্লির নিয়োগ করা ১৩ জন রোল অবজার্ভারের সঙ্গে বেঙ্গল চেম্বারে একপ্রস্থ বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। সেই মিটিং শেষ হতেই তাঁর গাড়ি ঘিরে স্লোগান দিতে শুরু করেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। যদিও শেষ পর্যন্ত পুলিশের ঘেরাটোপে তিনি বেঙ্গল চেম্বার থেকে সিইও দফতরে পৌঁছন।
সিইও-কে দেখা করতেই হবে, মৃত বিএলও-দের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, এই দাবিকে সামনে রেখে এদিন স্লোগান তোলেন অধিকার রক্ষা কমিটির সদস্যরা। সিইও দফতরের সামনে বাধা পেতেই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। রাস্তাতেও বসে পড়েন একাধিক বিএলও। তাঁদের কথা হচ্ছে, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অনেকবার অনুরোধ জানিয়েও কোনও উত্তর নেই কমিশনের। কাজেই সিইও-র সঙ্গে দেখা না করে তাঁরা এখান থেকে উঠবেন না।
বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্ত থেকে পরপর এসেছে বিএলও-দের মৃত্যুর খবর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দেখা গিয়েছে একই ছবি। পূর্ব বর্ধমানের মেমারি থেকে জলপাইগুড়ির মালবাজার, সব জায়গা থেকেই এসেছে বিএলও-দের মৃত্যুর খবর। জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব।সিইও দফতরের সামনে যখন বিএলও-দের এই স্লোগান শাউটিং চলছে, তখন অন্যদিকে বেঙ্গল চেম্বারে দিল্লির নিয়োগ করা ১৩ জন রোল অবজার্ভারের সঙ্গে বৈঠক করছিলেন সিইও মনোজ আগরওয়াল। সেই মিটিং শেষ হতেই যখন স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত ও সিইও মনোজ আগরওয়াল বেরিয়ে আসেন, তখনই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শুধু তাই নয়, সিইও-র গাড়ি আটকে দেন বিএলও-দের একাংশ। এরপর পুলিশ কোনও রকমে মুখ্য নির্বাচনী আধিকারিককে নিরাপত্তা দিয়ে সিইও দফতরে পৌঁছে দেন।
বস্তুত, রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-দের (BLO) মাধ্যমে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (West Bengal SIR) প্রায় শেষ পর্যায়ে। ফর্ম বিলি থেকে তথ্য যাচাই— সব মিলিয়ে পুরোদমে চলছে তালিকা সংশোধনের প্রক্রিয়া। এর মধ্যেই পুরো ব্যবস্থা আরও স্বচ্ছ, নিখুঁত এবং ত্রুটিমুক্ত করতে পশ্চিমবঙ্গের (West Bengal News) জন্য আলাদা করে একজন স্পেশ্যাল রোল অবজার্ভার নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
এতেই থামেনি কমিশন। রাজ্যের প্রতিটি জেলার জন্য আলাদাভাবে রোল অবজার্ভার নিয়োগের কথাও জানানো হয়েছে। ১২টি বড় জেলার জন্য ১২ জন অভিজ্ঞ আইএএস অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁদের নিয়ে আজ বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল।