You will be redirected to an external website

অনুষ্ঠানের মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন নিরাপত্তারক্ষী, দেখেও বক্তৃতা চালিয়ে গেলেন নাড্ডা

A scene was captured at a function organised to mark the 150th birth anniversary of Sardar Patel in Vadodara, Gujarat, which has sparked a heated political debate

অনুষ্ঠানের মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন নিরাপত্তারক্ষী

গুজরাতের ভদদরায় (Vadodara Gujarat) সর্দার পটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন একটি দৃশ্য ধরা পড়ল, যা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) যখন মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন, তখন তাঁর সামনে দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। অজ্ঞান হয়ে পড়ে থাকা ওই রক্ষীর চারপাশে দ্রুত ছুটে যান অন্য নিরাপত্তাকর্মীরা। কিন্তু নাড্ডার বক্তৃতা তাতে এক মুহূর্তের জন্যও থামেনি। মঞ্চে থাকা অন্যান্য নেতারাও নির্বিকার মুখে বসে থাকতে দেখা গিয়েছে।

নাড্ডা জেড প্লাস নিরাপত্তায় থাকেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, যিনি মঞ্চের সামনে দায়িত্বে ছিলেন সেই কমান্ডো হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঠিক কী কারণে তাঁর শরীর খারাপ হয়েছে, তা এখনও জানা যায়নি।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল। কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC), দুই বিরোধী দলই বিজেপির ওপর অমানবিকতার অভিযোগ এনেছে। রবিবার তৃণমূলের তরফে ভিডিওটি পোস্ট করে বলা হয়, “মানবিকতার কোনও ছাপ নেই বিজেপি নেতাদের আচরণে। মানুষের জীবন-মৃত্যু, অসুস্থতা— এসব নিয়ে তাঁদের সামান্য সহমর্মিতাও নেই। ভোটের আগে শুধু দেখনদারি নিয়েই ব্যস্ত।”

কংগ্রেসও কম যায়নি। তারাও একই ভিডিও প্রকাশ করে কটাক্ষ করে লিখেছে, “যাঁরা চোখের সামনে অচৈতন্য হয়ে পড়ে থাকা এক ব্যক্তির জন্য ভাবেন না, তাঁরা দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্ব বা কৃষকদের দুর্দশা নিয়ে কী ভাববেন?” কংগ্রেসের অভিযোগ, বিজেপির কাছে ক্ষমতাই শেষ কথা, মানুষের সমস্যা তাদের আগ্রহের বিষয় নয়। ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীদের অভিযোগ এবং সমালোচনা আরও তীব্র হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Nowadays, weddings are all about pomp, glitter and huge expenses, but a completely different picture is emerging Read Next

রাজকীয় বিয়ের আড়ম্বর নয়! উ...