আবাস নিয়েও বড় ঘোষণা
শিল্পের সম্ভাবনা আর টাটা (Tata) প্রসঙ্গ টেনে ১৮ বছর পর সিঙ্গুরে ‘পরিবর্তনে’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর ঠিক সেই সময়েই পাল্টা রাজনীতির ময়দানে নেমে নদিয়ার চাপড়ায় জনসভা করে বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভরা মাঠ থেকে সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন, তৃণমূলকে (Trinamool Congress) যারা আক্রমণ করে, তারা একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক, বাস্তবটা কী।
এসআইআর প্রসঙ্গে শুরু থেকেই আক্রমণাত্মক শাসক শিবির। কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন অভিষেকরা। মোদী-অমিত শাহকে একযোগে কার্যত বহিরাগত উল্লেখ করে এদিন আক্রমণ শানান। অভিষেকের বক্তব্য, 'অমর্ত্য সেনকে (Amartya Sen) এসআইআরের নোটিস পাঠানো হয়েছে, দেবকে (Dev) হিয়ারিংয়ের নোটিস পাঠানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) বা শ্রীচৈতন্য (Sri Chaitanya) বেঁচে থাকলে তাঁদেরও হয়তো নোটিস পাঠানো হত।' সরাসরি তাঁর চ্যালেঞ্জ, 'উনি বৈধ, আমরা অবৈধ, এই তত্ত্ব চলছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করুন না, কত দম দেখি। একমাত্র বাংলা এর বিরুদ্ধে লড়ছে।'
দেশের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়া চলছে। প্রায় সমস্ত রাজ্যই বিষয়টিতে সহযোগিতা করেছে কেন্দ্রীয় সরকারের কিন্তু মানুষের সমস্যার কথা তুলে ধরে একমাত্র তৃণমূল এর বিরোধিতা করছে বলে দাবি অভিষেকের। আর সেজন্য বিজেপি সব রাজ্যে জয়ী হলেও তৃণমূলের কাছে হারতে হয়েছে।
কেন এমন অবস্থা গেরুয়া শিবিরের?
অভিষেকের দাবি, মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গে আছে তাই যেকোনও পরিস্থিতিতে তৃণমূল জিততে পারে। বিজেপির সঙ্গে সেই সমর্থনটাই নেই। মানুষের ভালবাসা নেই। তাঁর দৃঢ়় বিশ্বাস, আগামিদিনে বিজেপি এরাজ্যে ৫০-এরও কম আসনে নেমে যাবে।
বিজেপির বিরুদ্ধে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ তুলে অভিষেক বলেন, 'বাংলার ক্ষমতা দেখাতে হবে। বিজেপি ক্ষমতায় এলে মানুষ বাড়ি থেকে বেরোতেই পারবে না, সবকিছুতে ফর্ম ফিলআপ করতে হবে।' প্রধানমন্ত্রীকে নিশানা করে তাঁর একটাই কথা, 'বাংলায় এসে পরিবর্তনের কথা বলছেন মোদী। কিন্তু ইতিহাস ভুলে যাচ্ছেন। লর্ড কার্জন (Lord Curzon) বহু বছর আগে এসেও বাংলাকে ভাঙতে পারেননি। আর উনি...।'
চাপড়ায় বক্তব্য রাখার সময় এদিন ওঠে আবাসের টাকা প্রসঙ্গ। সেখানেই অভিষেক ঘোষণা করেন, আগামী ১৫ দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ২০ লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে। আবাস যোজনার (Housing Scheme) টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে।
গীতাপাঠে মারধর থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা, সব ওঠে এদিন অভিষেকের ভাষণে। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ক্ষমতায় এসেছিলেন ৩৪ বছরের শাসন ভেঙে, তা বিজেপিকে জেনে নিতে বলেন অভিষেক।