You will be redirected to an external website

সক্রিয় নিম্নচাপ! শনি ও রবিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Active low pressure! Which districts of South Bengal will see heavy rain on Saturday and Sunday?

শনি ও রবিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ। এই দুইয়ের জোড়া ফলায় ফের একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু দিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার কেমন থাকবে আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার আগাম খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এসব জেলায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এরপর রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। কেবল হাতে গোনা দু-এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ।শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Modi sets new milestone, surpassing Indira Gandhi, hoists flag 12 times in 105 minutes non-stop Read Next

১০৫ মিনিট নন-স্টপ থেকে ১২...