দিল্লিতে অভিনেত্রী হুমা কুরেশির ভাই খুন
শুধু অনুরোধ করেছিলেন, “গাড়িটা একটু সরিয়ে দিন দরজার সামনে থেকে”—এই কথাটিই প্রাণ কেড়ে নিল ৪২ বছরের আসিফ কুরেশির। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দিল্লির নিজামুদ্দিন এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত আসিফ বলিউড অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) ভাই। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র।
আসিফের দুই স্ত্রী। এক স্ত্রী শাহিন কুরেশি জানান, “রাত ৯.৩০ থেকে ১০টা নাগাদ আমাদের বাড়ির একেবারে সামনে একটি স্কুটার পার্ক করেন এক প্রতিবেশী। আমার স্বামী তাঁকে অনুরোধ করেন যেন গাড়িটি একটু সরিয়ে নেওয়া হয়, কারণ এতে বাড়ির প্রবেশপথটি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। সেই ব্যক্তি গালিগালাজ শুরু করেন এবং হুমকি দেন ফিরে এসে দেখে নেবেন।”
শাহিন জানান, কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি তাঁর ভাইকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। তারপরেই আসিফের উপরে চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আসিফ। “আমি সঙ্গে সঙ্গে জাভেদ ভাইকে ফোন করি। কিন্তু তিনি পৌঁছনোর আগেই আমার স্বামীর শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে যায় এবং মারা যান,” কান্নায় ভেঙে পড়ে বলেন শাহিন।
আসিফকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শাহিনের দাবি, এই দুই অভিযুক্ত এর আগেও তাঁর স্বামীকে হত্যার চেষ্টা করেছিল।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশির বাবা সেলিম কুরেশি। তিনি বলেন, “দু’জন ছেলে বাড়ির সামনে স্কুটার রেখে দিয়েছিল। আসিফ তাঁদের বলেছিল যেন গাড়ি সরিয়ে নেয়। ওরা দু’জন মিলে আমার ভাইপোকে খুন করল।”
নিহত আসিফ কুরেশি পেশায় মুরগির ব্যবসায়ী ছিলেন। তাঁর দুই স্ত্রী রয়েছেন।
দিল্লির ব্যস্ত এলাকায় পার্কিং নিয়ে এক ভয়াবহ হত্যাকাণ্ড ফের নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দু’জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।