You will be redirected to an external website

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন! জরুরি অবতরণ করে ফিরল দিল্লি-ইন্দোরগামী ফ্লাইট

Air India plane catches fire in mid-air! Delhi-Indore bound flight returns after emergency landing

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে আতঙ্কের সৃষ্টি হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এআই ২৯১৩ ফ্লাইটের ককপিট কর্মীরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা এবং বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে আনা হয়।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “৩১ অগস্টে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে রওনা দেওয়া এআই ২৯১৩ ফ্লাইট মাঝ আকাশে ডানদিকের ইঞ্জিনে আগুনের সংকেত পাওয়ার পর জরুরি ভিত্তিতে দিল্লিতে ফেরে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। বিমানটিকে আপাতত পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনাটি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনায় পরিণত হয়নি। বিমানে মোট দু’টি ইঞ্জিন থাকায় ডান দিকের ইঞ্জিনে আগুন লাগলেও বাঁ দিকের ইঞ্জিনটি ঠিকঠাক কাজ করছিল। এ কারণেই কিছু ক্ষণ মাঝ-আকাশে ভেসে থাকতে পেরেছিল বিমানটি। পরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনেন।

নির্ধারিত সময়ের মধ্যেই বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীরা সকলে অক্ষত আছেন। বিশেষজ্ঞদের মতে, ডান দিকের ইঞ্জিনের আগুন যদি ছড়িয়ে যেত বা বাঁ দিকের ইঞ্জিনে সামান্যতম ত্রুটি দেখা দিত, তা হলে ফল ভয়াবহ হতে পারত।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Rely on local products for festive cheer...', Modi's message to Vocal for Local Read Next

'উৎসবে আমেজে ভরসা দেশীয় প...