কালীঘাটে অমিত শাহ, উঠল ‘জয় বাংলা’ স্লোগান,
কালীঘাটে অমিত শাহ, উঠল ‘জয় বাংলা’ স্লোগান,
দুর্গাপুজোর আবহে ফের উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার কলকাতায় এসে পুজো উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি-র দুর্গা মণ্ডপ উদ্বোধন সেরে পৌঁছন কালীঘাট মন্দিরে। সেখানে পুজো সেরে বেরনোর সময় আচমকাই শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান। অভিযোগ, কয়েকজন যুবক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এই স্লোগান দেন। যদিও কিছু বুঝে ওঠার আগেই তাঁরা ভিড়ের মধ্যে মিশে যান। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে।
বিজেপির দাবি, অমিত শাহকে ঘিরে পরিকল্পিতভাবে এই স্লোগান দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, কালীঘাট চত্বর থেকে শাহের স্বাগত পোস্টার ও ব্যানার সরিয়ে তার জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছে এদিন। বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য অভিযোগের সুরে বলেন, 'অমিত শাহের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। ভোরবেলা এসে দেখি জয় বাংলা পোস্টারও লাগানো।'
বিজেপি নেতা তুষার কান্তি ঘোষের দাবি, 'রাত দেড়টা পর্যন্ত আমাদের কর্মীরা ব্যানার লাগিয়েছিলেন। ভোরে দেখি একটাও নেই। সব সরিয়ে দেওয়া হয়েছে। এর বদলে মমতার ছবি দেওয়া ব্যানার টাঙানো হয়েছে। এটা তৃণমূলের নোংরা রাজনীতি।'
অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের কথায়, 'ওদেরই লোক এসব করেছে। আমাদের লোক করবে এমনটা হতেই পারে না। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী নই। অমিত শাহ আমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে স্বাগত জানানো আমাদের দায়িত্ব।' তাঁর সংযোজন, 'বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আর সব থেকে বড় কথা, অমিত শাহও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে গেলেন।'
ফিরহাদ হাকিমকে এনিয়ে প্রশ্ন করা হলে, জানান, বিজেপির কোনও সংগঠনই নেই রাজ্যে।
উল্লেখ্য, এর আগে বহুবারই রাজনৈতিক নেতাদের সামনে স্লোগান তরজা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠার ঘটনাও নতুন নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখেও বহু জায়গায় এমন বলা হয়েছে। বৃহস্পতিবার শাহ কালীঘাট মন্দিরে আসতেই ফের সেই রাজনৈতিক তরজার সাক্ষী থাকল শহর।