অঙ্কুশকে ইডি তলব!
টলিউডের হ্য়ান্ডসাম হাঙ্ক নায়ক ও প্রযোজক অঙ্কুশ হাজরাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনফোর্সমেন্ট ডিরেক্টর, ইডি)। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার জন্যই নাকি ইডির সময় পেয়েছেন অভিনেতা। আইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বেশ কয়েকমাস ধরেই দেশের নানা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা, প্রযোজকদের সমন পাঠাচ্ছে ইডি। তালিকায় রয়েছেন রানা ডগ্গুবতি, কপিল শর্মা, বিজয় দেবেরাকোন্ডার মতো তারকাদের। সেই তালিকাতেই কি নাম উঠল টলিউড অভিনেতার অঙ্কুশের?
জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলে খবর।
এই মুহূর্তে পুজো রিলিজ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অঙ্কুশ। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।