You will be redirected to an external website

ঢাকায় একটু আগে আবার ভূমিকম্প, শনিবার সকালে ফের কম্পন হয় নরসিংদীতেও

A short while ago, an earthquake struck the capital of Bangladesh, Dhaka.

ঢাকায় একটু আগে আবার ভূমিকম্প

একটু আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্প (Dhaka Earthquake) হয়েছে। ভারতীয় সময় বিকেল পাঁচটা ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ঢাকায় (Dhaka)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

শনিবার সকালে ঢাকার লাগুয়া জেলা নরসিংদীতে ফের ভূকম্পন হয়। ‌সেখানেও হতাহতের খবর নেই। তবে শুক্রবার ওই জেলার মাধবদিহি উপজেলা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ‌নরসিংদীতে শুক্রবার ভূমিকম্পে পাঁচ জন মারা যান। ‌সব মিলিয়ে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের মৃতের সংখ্যা বের হয় ১০। ‌ আহত এর সংখ্যা হাজারের কাছাকাছি। ‌

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে শনিবারে ভূমিকম্পেরও  উৎপত্তিস্থল নরসিংদী জেলা। জেলা সদর থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস স্থল।

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ নরসিংদীরই পলাশ উপজেলায়‌ কম্পন অনুভূত হয়। ‌তবে হতাহত এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।‌ বিশেষজ্ঞরা বলছেন শনিবারের কম্পন আসলে শুক্রবারের ভূমিকম্পের আফটার শক বা পরাঘাত।‌ শনিবারের কম্পনে ক্ষয়ক্ষতি না হলেও বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ‌

শুক্রবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত ১০ জনের মারা যাওয়ার খবর জানিয়েছে প্রশাসন। ‌আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষ। ‌ শুক্রবারের কম্পনে ঢাকা এবং নরসিংদী জেলায় কয়েকশো বাড়িঘরের ক্ষতি হয়েছে। নরসিংদীর কিছু জায়গায় রাস্তায় ফাটল ফাটল ধরেছে।‌ ফাটল ধরেছে চাষের জমিতেও।‌ বাংলাদেশ সরকারের তরফে দেশবাসীর উদ্দেশে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে। শুক্রবারের ভূমিকম্পে নিহত ও আহতদের অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়ঝাঁপ শুরু করায় দুর্ঘটনার কবলে পড়েন।‌

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A major change has been brought in the country's labor system (New Labour Code). Read Next

রাতের শিফটে মেয়েদের জন্...