প্রতিকী ছবি
ফের মালদহে শুটআউট। দ্বাদশ শ্রেণির ছাত্রকে লক্ষ্য করে এলাকারই এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ছাত্র। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে পাঠানো হয়েছে কলকাতায়। কিন্তু কেন এই হামলা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মালদহের মোথাবাড়ির বাসিন্দা ওই দ্বাদশ শ্রেণির ছাত্র। পড়ে বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ে। সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল সে। রাস্তায় রাজ শেখ নামে এক যুবকের সঙ্গে নাকি বচসা বাঁধে তার। কথাকাটাকাটি চরমে উঠলে রাজ আচমকাই ওই ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিটি লাগে ছাত্রের বুকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। এদিকে শব্দ পেয়ে আশপাশের সকলে ছুটে যান। যুবককে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর দেওয়া হয় থানায়।
গুলিবিদ্ধ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে পলাতক অভিযুক্ত রাজ শেখ। তার খোঁজে চলছে তল্লাশি। গুলিবিদ্ধের পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই রাজ গ্রেপ্তার হবে। পাশাপাশি কেন এই গুলি, তাও খতিয়ে দেখা হচ্ছে।