You will be redirected to an external website

মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা

Anubrata Mandal security restored after Chief Minister's visit to Birbhum

অনুব্রত মন্ডল

আশিস মণ্ডল, বোলপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর শেষ হতেই ফের বাড়লো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ফের তাঁকে ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হলো। অর্থাৎ, ফের আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হলো।

উল্লেখ্য, কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার রাত থেকেই নতুন করে আগের নিরাপত্তা ব্যবস্থা বহাল হয়েছে। 

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর সফরের পরে এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয়, বরং এর পেছনে রাজনৈতিক বার্তাও থাকতে পারে।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ কিছু দায়িত্ব পেয়েছেন। তাঁকে কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে। তিনি আরও কিছু দায়িত্ব পেয়েছেন সেগুলো ক্রমশ প্রকাশ্য। দিদি তার কর্মদক্ষতা দেখেছেন। দিন নাই, রাত নাই, তাকে বিভিন্ন জায়গাই ঘুরে বেড়াতে হয়েছে। সেকারণে তাকে দায়িত্ব বা তার নিরাপত্তা বাড়িয়েছেন। নিরাপত্তা তার বরাবর ছিলো। আগেও জেলার বাইরে তাকে যেতে হয়েছে। মানুষ খুশি। কর্মীরা খুশি।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Minister Chandranath avoids ED appearance in primary recruitment case Read Next

প্রাথমিকে নিয়োগ মামলায় ...