You will be redirected to an external website

ফুটবল খেলা নিয়ে বচসা, শিক্ষককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

Argument over playing football, Trinamool leader booked for assaulting teacher

কাশিপুর থানার সামনে ছাত্ররা

মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারির পেটে লাথি মারার ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতার ভাইপো। এবার ঘটনাস্থল ভাঙড়। খেলা দিবসে ফুটবল খেলা কে কেন্দ্র করে শিক্ষককে এলোপাতাড়ি কিল চড় ঘুসিতে আক্রান্ত শিক্ষক। ঘটনাকে ঘিরে শোরগোল ভাঙড় জুড়ে। অভিযুক্ত বিধায়ক সওকাত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম, ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। থানার সামনে বসে পড়েন ছাত্ররা।

শনিবার খেলা দিবস উপলক্ষে ভাঙড় ২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ‍্য ফুটবল খেলার আয়োজন করা হয় কারবালা ফুটবল ময়দানে।এই খেলার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন খোদ বিডিও পার্থ বন্দ‍্যোপাধ‍্যায় থেকে বিধায়ক সওকাত সহ স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা। এই খেলার ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভগবান হাইস্কুল এবং হাতিসালা সরোজিনী হাইমাদ্রাসা। আর এই দুই স্কুলের দলের খেলা কে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। তার পর খেলা চলাকালীন মাঠের বাইরে শিক্ষক কে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষক নাসিরউদ্দিন উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ পত্রে জানান, মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম এর নেতৃত্বে কিছু বহিরাগত কে নিয়ে আমাদের উপরে চড়াও হয় এবং মারধর করে। এর পাশাপাশি আরও তিন শিক্ষক কে মারধর করা হয় বলে আক্রান্ত শিক্ষক অভিযোগ পত্রে লেখেন। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের ধমকচমক এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগ পত্রে দাবি করেন আক্রান্ত শিক্ষক। 

আক্রান্ত শিক্ষক নাসিরের গুরুতর অভিযোগ, তৃণমূল নেতা খয়রুল ইসলাম প্রথমে মুখে ঘুসি মারে তার পরে তিরশ জন মিলে মারধর করে। থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ রিসিভ কপি দিতে অস্বীকার করে বলে বিস্ফোরক দাবি করেন আক্রান্ত শিক্ষক।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Will there be SIR in Bengal? But when, says Chief Election Commissioner Gyanesh Kumar Read Next

বাংলায় এসআইআর হবে? হলেও ক...