You will be redirected to an external website

রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম?

The common thread of interest between India and Bangladesh is Hilsa Fish

বাংলাদেশের চওড়া পেটির ইলিশ

ভারত এবং বাংলাদেশ, দুই দেশের মধ্যে আগ্রহের কমন সূত্র হল ইলিশ (Hilsa Fish)। দুই বাংলাতেই ইলিশ মাছের জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের পদ্মা বা অন্যান্য নদীর রূপোলি শষ্যের কদর এপার বাংলায় বেশ চড়া। বিশেষ করে প্রতি বছর দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছায় প্রচুর পরিমাণে রূপোলি শষ্য। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে তুলনামূলক অনেক কম পরিমাণে ইলিশ (Hilsa Fish) আসছে এবার ভারতে

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে আঁচ লেগেছে। এমতাবস্থায় ইলিশ (Hilsa Fish) পাঠানো নিয়ে প্রশ্নও উঠেছিল বিভিন্ন মহলে। এ বিষয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের মৎস্য এবং প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ (Hilsa Fish) পাঠাতে হচ্ছে ঠিকই, তবে এবার অনেক কম পরিমাণে ইলিশ আসছে এবং তুলনামূলক বেশি মূল্যও ধরা হয়েছে।

এদিকে ভারতে ইলিশ (Hilsa Fish) রফতানির ঘোষণা হতেই বাংলাদেশের চাঁদপুরে দাম বেড়েছে অস্বাভাবিক ভাবে। বর্তমানে আমজনতার ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে রূপোলি শষ্য। এপার বাংলায় ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই এ রাজ্যে ঢুকতে শুরু করতে পারে বাংলাদেশের ইলিশ (Hilsa Fish)। গত বছরও প্রতিবেশী দেশ থেকে ইলিশ এসেছিল এপার বাংলায়। কিন্তু প্রথমে ২৪২০ মেট্রিক টন ইলিশ (Hilsa Fish) পাঠানোর কথা থাকলেও শেষমেষ এসে পৌঁছায় ৫৭৭ মেট্রিক টন মাছ। কারণ সময় কম ছিল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...