You will be redirected to an external website

ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবই পড়ছে না, হু হু করে নেমে যাবে বাংলার পারদ

Cyclone Ditya, which formed in the southwest Bay of Bengal, has already moved closer to the coast.

ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবই পড়ছে না

 দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দিতয়া ইতিমধ্যেই উপকূলের কাছাকাছি এসে গিয়েছে। উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে সেটা ক্রমশ তামিলনাড়ু পুদুচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। তবে এর সরাসরি কোনও প্রভাব বাংলার উপর থাকছে না। তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে হাওয়ার গতি কিছুটা বদলে যাওয়াতে তাপমাত্রার সামান্য তারতম্য দেখা যাচ্ছে। ঠান্ডার প্রভাব না কমলেও জাঁকিয়ে শীত কবে থেকে তা এখনও বলা যাচ্ছে না। 

হাওয়া অফিসের কর্তাদের বড় অংশের মতে বাংলায় শীতের নেপথ্যে বড় প্রভাব থাকে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ার। সেখানে ঠান্ডার দাপট বাড়লে সেখানে থেকে উত্তুরে বাতাসের হাত ধরে ঠান্ডার কামড় বাড়ে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বড় অংশে। বর্তামানে উত্তর-পশ্চিম ভারতে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে আসা ঠান্ডা, ভারী বাতাস মানে ওই পশ্চিমী ঝঞ্ঝা এসেছে পাকিস্তানের দিকে। তার প্রভাবে এই সমস্ত এলাকায় বৃষ্টি, কুয়াশা তো থাকছেই সঙ্গে তুষারপাতও হতে পারে। ওই ঝঞ্ঝার প্রকোপ কাটলেই সেখান থেকে ঠান্ডা বাতাস আসতে পারে বাংলার দিকে। পরিস্থিতি দিকে আবহাওয়াবিদরা মনে করছেন বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পড়তে ডিসেম্বরের প্রথম সপ্তাহ গড়িয়ে যেতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর বলছে, বর্তমানে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সোমবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম। তবে মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন হতে পারে। আগামী শুক্রবার নাগাদ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। হাওয়া মোটের উপর শুষ্কই। দার্জিলিংয়ের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মালদাতে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Long before the SIR started in Bengal, Chief Minister Mamata Banerjee had clearly told the BLOs that there was no reason to fear. Read Next

একজন এক্স অফিসারকে ওরা প...