বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ৪৮ লক্ষের নাম বাদ পড়েছে। এর আগে খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষের মতো নাম বাদ পড়েছিল। অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন আবেদন পর্যালোচনা করে ১৭ লক্ষের নাম যোগ করা হয়েছে। রাজনীতির কারবারিরা মনে করছেন, এবার খুব শিগগির বিহারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানায়, রাজনৈতিক দলগুলি ও যেকোনও ব্যক্তি এই খসড়া তালিকা নিয়ে তাঁদের দাবি ও আপত্তির কথা জানাতে পারেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর দাবি ও অভিযোগ খতিয়ে দেখার পর এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন। নিজের নাম ভোটার লিস্টে রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য একটি লিঙ্কও দিয়েছে কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, voters.eci.gov.in-এ গিয়ে যেকোনও ভোটার সমস্ত তথ্য খতিয়ে দেখতে পারেন।
SIR শুরুর আগে গত ২৪ জুন বিহারে মোট ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। গত ১ অগস্ট খসড়া তালিকা প্রকাশের পর সেই সংখ্যা নেমে আসে ৭.২৪ কোটিতে। পরে আরও ৩.৬৬ লক্ষের নাম বাদ যায়। এরপর বিভিন্ন আবেদন খতিয়ে দেখে ২১.৫৩ লক্ষের নাম যোগ করা হয়েছে। এদিন চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৭.৪২ কোটির।
সংবাদসংস্থা পিটিআই বলছে, এক সপ্তাহের মধ্যে বিহারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। অক্টোবরের শেষ দিকে ছট পুজোর পরই প্রথম দফার ভোট হতে পারে। ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছট পুজো রয়েছে। তারপর কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহেই হতে পারে প্রথম দফার ভোট।