বুকিং শুরু হতেই হু হু করে বিকোল বন্দে ভারত স্লিপারের টিকিট! চলতি সপ্তাহেই হাওড়া থেকে চালু পরিষেবা
চলতি সপ্তাহেই হাওড়া থেকে চালু পরিষেবা
পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও মসৃণ করতে চলতি মাস থেকেই চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)। দীর্ঘ দূরত্বে রাতের যাত্রাকে আরামদায়ক করতে আধুনিক স্লিপার কোচ-সহ এই ট্রেন চালু করছে রেল। হাওড়া ও গুয়াহাটির কামাখ্যার মধ্যে নিয়মিত চলাচল করবে ট্রেনটি (Howrah Kamakhya Sleeper Train)। ২২ জানুয়ারি কামাখ্যা থেকে এবং ২৩ জানুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরুর মধ্য দিয়েই নতুন পরিষেবার সূচনা হবে।
নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস দুইটি নম্বরে চলবে- ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া এবং ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা।
২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস
- কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে
- পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে পৌঁছবে হাওড়ায়
- যাত্রা শুরু: ২২ জানুয়ারি
- সপ্তাহে একদিন, বুধবার ট্রেনটি বন্ধ থাকবে
২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস
- হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে
- পরদিন সকাল ৮টা ২০ মিনিটে পৌঁছবে কামাখ্যায়
- যাত্রা শুরু: ২৩ জানুয়ারি
- সপ্তাহে একদিন, বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ থাকবে
মাঝপথে কোন কোন স্টেশনে থামবে?
এই দীর্ঘ রুটে ট্রেনটি থামবে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে- ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া।
বুকিং কবে থেকে?
রেলের ঘোষণা অনুযায়ী (Vande Bharat Sleeper Booking Date),
- ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা রুটের বুকিং শুরু হবে ২০ জানুয়ারি থেকে।
- রিজার্ভেশন চার্ট তৈরি হবে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে।
- এই ট্রেনে RAC বা ওয়েটিং লিস্ট থাকবে না, শুধু কনফার্ম টিকিটই (Vande Bharat Confirm Ticket Only) দেওয়া হবে।
টিকিট বাতিলের নিয়ম
বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে টিকিট বাতিলে কাটা যাবে নির্দিষ্ট পরিমাণ টাকা-
- ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার আগে বাতিল - কাটা হবে ২৫ শতাংশ, বাকিটা ফেরত
- ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা আগে পর্যন্ত বাতিল - কাটা হবে ৫০ শতাংশ, বাকিটা ফেরত
- ট্রেন ছাড়ার আগের ৮ ঘণ্টার মধ্যে বাতিল - কোনও রিফান্ড মিলবে না
রেলের দাবি, নতুন বন্দে ভারত স্লিপার চালু হলে উত্তর–পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ আরও দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় হবে।
১৭ জানুয়ারি বঙ্গ সফরে এসে সবুজ পতাকা নেড়ে হাওড়া-কামাখ্যা (Howrah-Kamakhya) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি (কামাখ্যা)–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও (Vande Bharat Sleeper Express Train) উদ্বোধন করা হয়।