লিশকে গালিগালাজের ঘটনায় জামিন অনুব্রতের
বীরভূমের বোলপুরের আইসি-কে কুকথা বলার অভিযোগ। সেই ঘটনায় জামিন পেলেন বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এরপরই জামিন পান কেষ্ট।
সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে অনুব্রত জামিনের আবেদন করেন। জানা যাচ্ছে, অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানান কেষ্ট। তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। এ প্রসঙ্গে, কেষ্টর আইনজীবী নুপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আমার মক্কেল আদালতে আত্মসর্মপণ করেন। আদালত জামিন মঞ্জুর করেছে। কোর্ট কোনও শর্ত দেয়নি। আসলে উনি তো অসুস্থ-তারপর বয়স্ক। সেই শর্তেই জামিন পেয়েছে। আমরা কোর্টের কাছে জামিন পেয়েছিলাম। এর বেশি কিছু বলব না।”
গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। হুমকির পাশাপাশি পুলিশের পরিবারের মা-স্ত্রীকে নোংরা-কদর্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার অডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তীব্র নিন্দা করে বিরোধী দলগুলি। এমনকী, নিজের দলের অন্দরেও প্রশ্নের মুখ পড়েন কেষ্ট মণ্ডল। আইসি-কে অশ্রাব্য ভাষায় আক্রমণের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রায় দু’বার সমন পাঠায় পুলিশ। তবে এই দু’বারই হাজিরা দেননি অনুব্রত। পরে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। এই সব বিতর্কের তিন মাস পর অবশেষে পুলিশকে গালিগালাজের ঘটনায় জামিন পেলেন কেষ্ট।