মেডিক্যাল কলেজের সামনে BJP-CPIM হাতাহাতি
সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুর আঁচ এবার কলকাতায়। মেডিক্যাল কলেজে বিজেপি-সিপিএম হাতাহাতি। বাবার সামনেই মেয়ের দেহ নিয়ে দু’পক্ষের কাড়াকাড়ি। সিঙ্গুরে নার্সিং ট্রেনিং নিতে গিয়ে নার্সিংহোম থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য আনা হয়। শুক্রবার হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে বসেছিলেন ছাত্রীর বাবা। হাসপাতালের বাইরে তখন জমায়েত করেছেন বিজেপি-সিপিএম নেতা কর্মীরা। ছাত্রীর বাবা যখন বয়ান দিচ্ছিলেন, অভিযোগ, সে সময়েই গাড়িতে ওঠার চেষ্টা করেন বিজেপি নেতা। তা থেকেই ঘটনার সূত্রপাত।
মর্গের বাইরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-সিপিএম কর্মীরা। ছাত্রীর বাবা গাড়িতে বসেছিলেন। বাইরে তাঁর মেয়ের দেহ নিয়ে টানাপোড়েন শুরু হয়।
সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ওই নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিক। মৃতার প্রেমিক ও নার্সিংহোমের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এগরার এক যুবকের সঙ্গে প্রেম ছিল ওই ছাত্রীর। সম্প্রতি সম্পর্কের অবনতি হয়। সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, নার্সিংহোমের মালিককেও গ্রেফতার করা হয়েছে। যেদিন ছাত্রীর দেহ উদ্ধার হয়, সেদিন বেরনোর সময়ে নার্সিংহোম মালিক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। শুক্রবার ছাত্রীর দেহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই দেহ নিয়ে দুই রাজনৈতিক দলের টানাপোড়েন শুরু হয়।