You will be redirected to an external website

'বিজেপিই প্রথম পছন্দ,' নির্বাচনী-সাফল্যে আত্মবিশ্বাসী মোদী! কংগ্রেস কেন পিছিয়ে, তাও বুঝিয়ে দিলেন

In view of the BJP's success in successive elections held in various states of the country

নির্বাচনী-সাফল্যে আত্মবিশ্বাসী মোদী

দেশের বিভিন্ন রাজ্যে পরপর হওয়া নির্বাচনে বিজেপির সাফল্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দাবি করলেন, এখন বিজেপিই দেশের মানুষের 'প্রথম পছন্দ' (First choice of everyone)। রবিবার অসমে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, গত এক থেকে দেড় বছরে বিজেপির প্রতি মানুষের আস্থা ক্রমশই বেড়ে চলেছে। বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ফল সেই জনসমর্থনের (Public Support) ইঙ্গিতই দিচ্ছে বলে মত তাঁর।

প্রধানমন্ত্রী প্রথমেই উল্লেখ করেন বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের (Bihar Election) প্রসঙ্গ। তাঁর দাবি, সেখানে মানুষ বিজেপিকে রেকর্ড ভোটে জয়ী করেছে এবং এই ফলাফল দেখিয়ে দিচ্ছে যে বিজেপির প্রতি ভোটারদের নির্ভরতা আরও শক্তিশালী হয়েছে।

এরপর তিনি কথা বলেন, মহারাষ্ট্রের নগরনিগম নির্বাচনের ফলাফল নিয়ে। মোদী বলেন, দু'দিন আগে যে পুরনিগমগুলোর ফল ঘোষিত হয়েছে, সেগুলোর মধ্যে মুম্বইয়ের ফল 'ঐতিহাসিক'। বিশ্বের বৃহত্তম পুরনিগমগুলির অন্যতম বিএমসিতে (BMC) এবার প্রথমবারের মতো সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে বিজেপি- এটিকে তিনি বিজেপির বিস্তৃত প্রভাবের বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

মহারাষ্ট্রে কংগ্রেসের (Congress) অবস্থান নিয়েও কড়া ভাষায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'কংগ্রেসের জন্ম মুম্বইয়ে হলেও আজ তারা শহরে চতুর্থ বা পঞ্চম জায়গায় দাঁড়িয়ে আছে। উন্নয়নের কোনও স্পষ্ট রূপরেখা না থাকায় দেশ কংগ্রেসের ওপর আস্থা হারিয়েছে।'

বিএমসির (BMC) সাম্প্রতিক চেয়ারম্যান নির্বাচনেই দেখা যায়, ২২৭ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ২৪টি আসন। বিপরীতে ৮৯টি আসন জিতে সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছে বিজেপি, ভেঙে দিয়েছে বহু বছর ধরে থাকা ঠাকরে-শিবসেনার দাপট।

মোদী এরপর কথা বলেন কেরলের (Kerala Vote) সাম্প্রতিক স্থানীয় ভোট নিয়ে। তাঁর দাবি, কেরলেও বিজেপি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। বিশেষ করে তিরুবনন্তপুরম পুরনিগমে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র জয়ও ঐতিহাসিক- কারণ এই প্রথম শহরটিতে মেয়র পদ দখল করেছে বিজেপি।

কেরলের এই ভোটে ১০১ সদস্যের পুরসভায় এনডিএ (NDA) পেয়েছে ৫০টি ওয়ার্ড। বিপরীতে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে মাত্র ১৯টি, আর ৪৫ বছর ধরে এই পুরনিগম নিয়ন্ত্রণ করা এলডিএফ (Left Democratic Front) সঙ্কুচিত হয়ে দাঁড়িয়েছে ২৯ ওয়ার্ডে।

এভাবে বিহার, মহারাষ্ট্র এবং কেরলের বিভিন্ন নির্বাচনের ফল সামনে রেখে মোদী (PM Modi) দাবি করেন, মানুষ উন্নয়নকেই ভোট দিচ্ছে, আর সেই উন্নয়নের প্রতীক হিসেবে তারা বিজেপিকেই বেছে নিচ্ছেন। প্রধানমন্ত্রীর মতে, এই ফলাফলই বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে দেশ আরও একত্রিতভাবে বিজেপিকে সমর্থন করবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

During the Manmohan Singh era at the Centre, the Indian Army once conducted an exercise near the Pakistan border in Rajasthan. Read Next

অপারেশন সিঁদুরের পর প্র...