You will be redirected to an external website

মোদী এলেই কেন বাংলা ছাড়েন দিলীপ? এবার পাড়ি বেঙ্গালুরু

The Prime Minister is coming to Bengal. A few hours before that, former BJP state president Dilip Ghosh left for another state.

মোদী এলেই কেন বাংলা ছাড়েন দিলীপ?

বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। তার কয়েকঘণ্টা আগে ভিনরাজ্যে পাড়ি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার দমদমে সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পাননি তিনি। তার কয়েকঘণ্টা আগে দিলীপের বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এদিন কলকাতা বিমানবন্দরে এই নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হল তাঁকে। ‘অভিমান’ থেকেই কি প্রধানমন্ত্রীর বাংলা সফরের দিন অন্য রাজ্যে যাচ্ছেন তিনি? বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে উত্তর দিয়ে গেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? কী বললেন তিনি?

মাসখানেক আগে দুর্গাপুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। গত ১৮ জুলাই ওই সভার দিন সকালেই দিল্লি উড়ে গিয়েছিলেন দিলীপ। আজ ফের রাজ্যে আসছেন মোদী। আবার মোদীর সভার কয়েক ঘণ্টা আগে এবারও ভিনরাজ্যে পাড়ি দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। প্রশ্ন উঠছে, বাংলায় প্রধানমন্ত্রীর সভার দিনই কেন ভিনরাজ্যে পাড়ি দেন দিলীপ? এদিন বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে এই নিয়ে প্রশ্নের জবাবে দিলীপ বলেন, “আমি বেঙ্গালুরু যাচ্ছি। শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে। একটা মিটিং পেন্ডিং ছিল। ওরা চিঠি দিয়ে দেখা করতে বলেছে। কাল ফিরব।”

কিন্তু, আজই কেন?

আজ শহরে যখন মোদী আসছেন। এই নিয়ে প্রশ্নের জবাবে দিলীপের জবাব, “আজকেই মিটিংয়ের ডেট। উনি চিঠি দিয়ে কনফার্ম করেছেন। শ্রী শ্রী রবিশঙ্করজি থাকবেন। তাছাড়া আমার আজ কলকাতায় কোনও কাজ নেই।”তাহলে কি অভিমান হয়েছে দিলীপ ঘোষের?

নিজের মনের কথা বলতে গিয়ে কখনও লুকোছাপা করেননি দিলীপ। এদিনও বললেন, “দিলীপ ঘোষ কোনওদিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছি। লোকের অভিমান ভাঙিয়েছি।”

দলের প্রতি দিলীপের অবদান কি ভুলে যাওয়া হচ্ছে?

দিলীপ বলেন, “আমার মতো হাজার হাজার কর্মী পার্টিতে আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাঁদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন। ভাষণ দেবেন। সে তো আমি মোবাইলে শুনে নিতে পারি। উনি তো আসতেই থাকবেন। ভাষণ শোনা তো কোনও কাজ নয়। অন্য কাজ যখন পার্টি দেবে, সেই কাজে লেগে যাব।” তাঁর অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কী ভাববেন এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, “প্রধানমন্ত্রী কী বুঝবেন সেটা প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিন।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A man killed his wife and roamed the village with her liver. The woman's body was recovered from the house. Read Next

হাড়হিম! ব্যাগে করে স্ত্...