আমি বিধানসভায় ছিলাম না বলে...', বিস্ফোরক অর্জুন
ধর্মতলায় (Dharmatala) মঞ্চ খোলার ঘটনায় সেনাবাহিনীর (Indian Army) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার বিধানসভায় (Bidhansabha) এই প্রসঙ্গ উঠলে পাকিস্তানের সেনার (Pakistan Army) কথা তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। আর এই ইস্যুতে তাঁকে 'পেটানোর' নিদান দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)!
ব্রাত্য বসুর মন্তব্য ছিল - সোমবার সেনা যখন তৃণমূলের মঞ্চ খুলছিল তখন তাঁর ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা (Dhaka) শহরে পাক সেনাবাহিনীর গুলি করে হত্যার ঘটনার কথা মনে পড়েছিল। এই মন্তব্যকে বিজেপি (BJP) ভারতীয় সেনা-বিরোধী বলেই মনে করছে। দাবি, আদতে পাক সেনার সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেছেন তিনি যা অপমানজনক। এই প্রেক্ষিতেই অর্জুন সিং বিস্ফোরক মন্তব্য করেন।
বিজেপি নেতার সাফ কথা, ব্রাত্য বসু এবং তাঁর মতো লোকেরা আদতে দেশদ্রোহী। এদের পেটানো দরকার! অর্জুন সংবাদমাধ্যমে বলেছেন, ''রাজ্যের একজন মন্ত্রী কীভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করে? আমি বিধানসভায় ছিলাম না বলে। ব্রাত্য বসুকে পেটানো দরকার ছিল।'' বিষয়টি নিয়ে সরব হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় সেনার হয়ে কথা বলায় নাকি তাঁকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে।
যদিও এতকিছুর পরও নিজের বক্তব্যে অনড় ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, যা হয়েছে তা ভুলে যাওয়া যায় না। ইতিহাসকে মুছে দেওয়া যায় না। তাঁর কথায়, তিনি পাকিস্তান সেনাকে অপমান করেছেন, আবার এই প্রসঙ্গে উঠলে একই কথা বলবেন।
বিতর্কের আগুনে কার্যত আরও ঘি ঢেলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায় - ভারতীয় সেনা দেশবাসীর গর্বের প্রতীক, সম্মানের প্রতীক। এইসব মন্তব্য করে আদতে শুধু সেনা নয়, দেশকে অপমান করা হচ্ছে। দিলীপ বলছেন, ''সেনার সঙ্গে বাংলার রাজনৈতিক দল, সরকার ঝগড়া করছিল, এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ (West Bengal) কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি? এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশবিরোধী (Anti-National) হয়ে যাচ্ছে।''