You will be redirected to an external website

'হেরেছে..হেরেছে..হেরেছে, যতদিন বাঁচবেন ততদিন এটাই বাজাবো’, মমতার পাল্টা শুভেন্দু

'He lost..he lost..he lost, I will play this as long as I live', Subhendu counters Mamata

মমতার পাল্টা শুভেন্দু

বাঙালি অস্মিতা রক্ষার ইস্যুতে সরব তৃণমূল। বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পরিষ্কার জানান, যেদিন তিনি নিজে মনে করবেন সেদিন তাঁকে হঠানো যাবে। নচেত নয়। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেরই পাল্টা কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ শুভেন্দু বলেন, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমি কোনও দিন না হারতে চাইলে হারি না। উনি তো আমার কাছে হেরেছেন। আমি ওঁকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাব। বিজেপি আমায় দাঁড় করালে আমি হারাব।” তাঁর সংযোজন, “অন্য যাঁকে দাঁড় করাবে তাঁকেও জেতানোর দায়িত্ব আমার। হেরেছে–হেরেছে– হেরেছে। যতদিন বাঁচবেন কানের কাছে এটাই বাজাব।”

উল্লেখ্য, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব তৃণমূল। বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’-র পদযাত্রা শেষে বিজেপিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশি বলা হচ্ছে।” সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, কেউ ফোন করলেই জয় বাংলা বলবেন। গতকালের মিছিলে মমতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করেন তিনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Railway worker's hand enters engine! What is this incident on the Howrah-bound train? Read Next

ইঞ্জিনে ঢুকে গেল রেলকর্...