বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল
আচমকা অসুস্থ। হাসপাতালে ভর্তি হতে হল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে। সূত্র মারফৎ খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
বুধবার মাঝরাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্য বিজেপির নেত্রীকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন অগ্নিমিত্রা পাল।
বিজেপি নেত্রী আসানসোলে ছিলেন। সেখানে বেশকিছু কর্মসূচি ছিল তাঁর। কিন্তু জানা গেছে, আচমকা শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় অগ্নিমিত্রার। অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তাই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসাধীন থাকার কারণে অগ্নিমিত্রার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি করেছেন অগ্নিমিত্রা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ থেকে শুরু করে মুর্শিদাবাদের ঘটনা, বিধানসভায় ধর্না থেকে মিছিল, সবেতেই তাঁকে দেখা গেছে।
আরজি করের নির্যাতিতার বাবা-মার ডাকা নবান্ন অভিযানেও তিনি ছিলেন। সেই সময়ে তাঁকে দেখে মোটেও অসুস্থ মনে হয়নি কারও। তাই আচমকা তাঁর কী হল, সেটাই জানতে চান সকলে।