You will be redirected to an external website

'হ্যালো মমতা দিদি...', পাহাড়ে জলের অভাব, ফাঁকা কলে মুখ রেখে ব্যঙ্গ বিজেপির রাজু বিস্তের

Several districts of North Bengal have been devastated by landslides and floods due to continuous rains.

ফাঁকা কলে মুখ রেখে ব্যঙ্গ বিজেপির রাজু বিস্তের

টানা বৃষ্টিতে ধস ও বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal Floods) একাধিক জেলা। দার্জিলিং, কালিম্পং ও মিরিকের পাহাড়ি অঞ্চল যেমন ক্ষতিগ্রস্ত, তেমনই জলপাইগুড়ি ও কোচবিহার সংলগ্ন এলাকাও এখন বানভাসী। 

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়ে গোটা ঘটনাকে ‘রাজ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন দার্জিলিঙের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্ত (Raju Bista)। পাশাপাশি, ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যেন কেন্দ্রের সঙ্গে সরাসরি আলোচনা করেন, এমন অনুরোধও জানিয়েছেন তিনি। তবে এবার শুধু চিঠি নয়, জল প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজু বিস্ত।

‘হ্যালো মমতা দিদি! পানি নেহি হ্যায়…’

দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের দুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজু বিস্তা। অভিযোগ ওঠে, রাস্তার ধারে নলকূপ থাকলেও জলের (Water Crisis) দেখা মিলছে না। আশপাশের গ্রামেও একই অবস্থা। সেই সময় এক ফাঁকা পাইপে মুখ রেখে কটাক্ষের সুরে রাজু বিস্তা বলেন, “হ্যালো মমতা দিদি! ইয়ে হর ঘর জল কা নল হ্যায়, লেকিন ইহা পর পানি নেহি হ্যায়! শুনাই দে রেহি হ্যায়?” তাঁর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়।

এদিকে, রাজু বিস্তা ফের দাবি তুলেছেন, উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগকে অবিলম্বে ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করতে হবে। তাঁর কথায়, “২০২৩ সালে তিস্তার বন্যাকে বিপর্যয় ঘোষণা না করায় বহু দুর্গত মানুষ ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছিলেন। এবারে যেন সেই ভুল না হয়।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

After the RG Kar case, no one has fallen. On the contrary, the news of incidents of violence against women and rape in the state has increased. Read Next

'রাজ্যের অপদার্থ পুলিশ আ...