১৫ কোটি পারিশ্রমিক ফেরালেন কার্তিক আরিয়ান
কার্তিক আরিয়ান মানেই যেন সোশ্যাল মিডিয়ায় ঝড়। কখনও প্রেমজীবন জীবন নিয়ে মশকরা, কখনও বলিপাড়ার অন্দরে বিতর্ক, আবার কখনও সিনেমার খবর, কার্তিক আরিয়ানকে নিয়ে নিত্য জল্পনা থাকে তুঙ্গে। তবে এবার বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেন অভিনেতা। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির ব্যর্থতাই তাঁকে এমন পরিস্থিতির সামনে এনে দাঁড় করালো।
কার্তিক অভিনীত ছবি ‘তু মেরী ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’ বক্স অফিসে প্রত্যাশামতো সাফল্য পায়নি। ধর্ম প্রোডাকশন প্রযোজিত এই ছবির বাজেট ছিল প্রায় ৯০ কোটি টাকা। কিন্তু মুক্তির পর ছবির আয় দাঁড়িয়েছে মাত্র ৪০ কোটি টাকার কাছাকাছি। ফলে প্রযোজনা সংস্থাকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ছবির জন্য নেওয়া নিজের পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন কার্তিক। ‘ভুল ভুলাইয়া ২’ হিট হওয়ার পর তাঁর পারিশ্রমিক বেড়ে হয়েছিল ১৫ কোটি টাকা। সেই টাকাই তিনি প্রযোজকদের কাছে ফেরত দিয়েছেন বলে খবর।
এই সিদ্ধান্ত ঘিরে আবার আলোচনায় এসেছে করণ জোহরের সঙ্গে কার্তিকের সম্পর্ক। এক সময় দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। কার্তিকের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন করণ। সেই সময় কিছু ছবি থেকেও বাদ পড়েন অভিনেতা। যদিও পরে দু’পক্ষের মধ্যেই সম্পর্ক স্বাভাবিক হয়।
তবে কার্তিকের ঘনিষ্ঠ মহলের দাবি, প্রযোজকের মন রাখতেই নয়, নিজের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। এর আগেও ‘শাহজ়াদা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলে একইভাবে পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে, বছরের শুরুটা কার্তিক আরিয়ানের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। বিতর্ক, ছবির ব্যর্থতা আর আর্থিক ধাক্কার মাঝেই এখন তাঁর পরের ছবির দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।