You will be redirected to an external website

মাটিতে পুঁতে রাখা ছিল! ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকার সোনা উদ্ধার বিএসএফ-এর

The Indian Border Security Force (BSF) has once again achieved great success by strengthening border security.

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকার সোনা

 সীমান্ত নিরাপত্তা (Border Security) জোরদার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) আবারও বড় সাফল্য পেল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের (India Bangladesh Border) চরভদ্রা ফরওয়ার্ড বর্ডার আউটপোস্টে মোতায়েন বিএসএফ-এর ১৪৬ ব্যাটেলিয়নের জওয়ানরা মাটির নীচে লুকনো সোনা উদ্ধার করেছে।

তল্লাশির সময় লাল কাপড়ে মোড়া মোট আটটি সোনার বিস্কুট (Gold Biscuit) মাটির নীচ থেকে পাওয়া যায়। সূত্র মারফৎ জানা গেছে, ওই সোনার মোট ওজন ৮৩২.৫৫০ গ্রাম এবং এর আনুমানিক আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১.০৯ কোটি টাকা।

ঘটনার বিবরণে বলা হয়েছে, সীমান্তের ওপারে পাচারকারীরা (Smugglers) কোনও ভাবে মাঠের কাছে সোনা লুকিয়ে রেখেছিল। এই তথ্য পাওয়ার পর বিএসএফ দ্রুত ওই জায়গায় তল্লাশি শুরু করে। তল্লাশিতে প্রথম নজরে পড়ে জমে থাকা ঘাসের অস্বাভাবিক অংশ। সেখান থেকে মাটি খোঁড়া হয় এবং তাতেই মেলে ওই লুকিয়ে রাখা সোনা।

তবে সোনা উদ্ধার হলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি বিএসএফ। জানান হয়েছে, তাদের খোঁজে তদন্ত চলছে এবং বাজেয়াপ্ত সোনা সংরক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণবঙ্গের সীমান্তজনসংযোগ আধিকারিক জওয়ানদের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে, শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক ও সীমান্তরক্ষীদের সতর্কতাই এই ধরনের সফলতার রহস্য।

এর পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদেরও অনুরোধ করেছেন যে, সোনা পাচার বা অন্য কোনও সন্দেহজনক কার্যকলাপের তথ্য পেলে যাতে তারা দ্রুত BSF হেল্পলাইন ১৪৪১৯-এ ফোন করেন অথবা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে হোয়াটসঅ্যাপে জানান। সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হতে পারে। যদিও তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

With the help of the administration and the NDRF, he reached the Bamandanga area of ​​Nagrakata on Monday Read Next

জীবন বাজি রেখে খাদ পেরিয়...