You will be redirected to an external website

হঠাৎ নেমে এল পাথর-কাদার স্রোত! ধসে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ল বাস, হিমাচলে মৃত ১৫

The situation in North Bengal has left the minds of the common people heavy.

ধসে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ল বাস

উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি দেখে সাধারণ মানুষের মন ভারাক্রান্ত। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সেখানকার জনজীবন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা এখনও রয়েছে। এরই মধ্যে আবার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ঘটে গেল ভয়াবহ ঘটনা। ধসে (Landslide) মৃত্যু হয়েছে ১৫ জনের।

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় (Bilashpur) মঙ্গলবার এক বেসরকারি যাত্রীবোঝাই বাস (Bus) ধসের নীচে চাপা পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে ইতিমধ্যেই। আশঙ্কা, আরও কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুরের বল্লু সেতুর কাছে হঠাৎ পাহাড় থেকে নেমে আসে বিপুল কাদা ও পাথরের স্রোত। মুহূর্তের মধ্যে ধসের জেরে চাপা পড়ে মারোটান–কালাউল রুটে চলা ওই বাসটি। ধসের আঘাতে বাসটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে যায়।

এ পর্যন্ত তিনজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ধসের নীচে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের দল।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। মাটির নীচে চাপা পড়া বাসের কিছু অংশ উদ্ধার হলেও, বাসটির কাঠামো প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে।

প্রশাসন জানিয়েছে, বৃষ্টিপ্রবণ পাহাড়ি এলাকায় আরও ধস নামার আশঙ্কা থাকায় উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছে।

কয়েক সপ্তাহ আগেও হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বহু জেলা জলের তলায় চলে যায়, দোকান, বাড়ি-ঘর ধূলিসাৎ হয়ে যায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সে রাজ্যে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The BJP is going all out to protest the incident that took place in Nagrakata. Read Next

'মানবিকতা নেই প্রমাণ হয়ে ...