মিঠুনকে স্বস্তি দিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
একটা বড় আইনি জটিলতা থেকে আপাতত স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর্থিক প্রতারণার অভিযোগে চিৎপুর থানায় মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে। পাশাপাশি রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি মিঠুনের (Mithun Chakraborty)
একটি আর্থিক প্রতারণার অভিযোগে চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয় মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে। সেই অভিযোগ খারিজের আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা উঠলে আদালত স্পষ্ট জানায়, তদন্ত যেমন চলার চলবে। কিন্তু এখন কোনও পদক্ষেপ করা যাবে না মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে।
বিজেপির হয়ে প্রচার করছেন মিঠুন: রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও বিজেপির হয়ে একাধিক বার প্রচার করতে দেখা গিয়েছে মিঠুনকে (Mithun Chakraborty)। বর্তমানে দলের বেশ কিছু জায়গায় যাচ্ছেন তিনি প্রচারের জন্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি অভিনেতা বলেন, ‘আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। পালটা মার দিয়ে আসবেন’।