You will be redirected to an external website

সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন, প্রতারণা মামলায় মিঠুনকে স্বস্তি দিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

Deadline till September, Calcutta High Court gives relief to Mithun in fraud case, sets time for the state

মিঠুনকে স্বস্তি দিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

একটা বড় আইনি জটিলতা থেকে আপাতত স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর্থিক প্রতারণার অভিযোগে চিৎপুর থানায় মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে। পাশাপাশি রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি মিঠুনের (Mithun Chakraborty)

একটি আর্থিক প্রতারণার অভিযোগে চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয় মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে। সেই অভিযোগ খারিজের আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা উঠলে আদালত স্পষ্ট জানায়, তদন্ত যেমন চলার চলবে। কিন্তু এখন কোনও পদক্ষেপ করা যাবে না মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে।

বিজেপির হয়ে প্রচার করছেন মিঠুন: রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও বিজেপির হয়ে একাধিক বার প্রচার করতে দেখা গিয়েছে মিঠুনকে (Mithun Chakraborty)। বর্তমানে দলের বেশ কিছু জায়গায় যাচ্ছেন তিনি প্রচারের জন্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি অভিনেতা বলেন, ‘আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। পালটা মার দিয়ে আসবেন’।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

World Indigenous Peoples Day begins in Jhargram: CM's message of development and protection of rights Read Next

বিশ্ব আদিবাসী দিবসের সূ...