মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা শুভেন্দু অধিকারীর
৪ মাসের মধ্যে দ্বিতীয়বার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের ঠিক আগেই জলপাইগুড়ির অব্যবস্থার ছবি পোস্ট করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফরের জন্য পরিস্কার করা হয়েছে আবর্জনার স্তূপ। ঢেকে দেওয়া হয়েছে নীল সাদা কাপড়ে। অভিযোগ বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত। স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা, সবর্ত্রই অনুন্নয়নের ছবি! তাঁর প্রশ্ন, নীল সাদা কাপড়ে কি আদৌ দুর্গন্ধ ঢাকা যায়?
শুভেন্দু অধিকারী তাঁর সামাজিক মাধ্যমে সেই আর্বজনা স্তূপের পরিস্কারের ছবি শেয়ার করেছেন। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আর্বজনা একপাশে রেখে তাকে আড়াল করতে ঢেকে দেওয়া হয়েছে নীল সাদা কাপড়। আর এই বিষয়টিকেই হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা। জলপাইগুড়ি পৌরসভার ১ এবং ২৪ নং ওয়ার্ডের করলা সেতুর পাশের আবর্জনার স্তুপ ছিল বলে অভিযোগ।
শুভেন্দু এটাও অভিযোগ করেছেন, ওই আবর্জনা স্তূপের পাশে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্পে খেলতে আসা খেলোয়াড়দেরও সমস্যা হয়। মঙ্গলবার সকালে জলপাইগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাতারাতি দেখা গেল, মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই সেই আবর্জনা সরিয়ে নীল সাদা কাপড়ে ঢাকা হয়েছে।