You will be redirected to an external website

উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে স্থগিত চারধাম যাত্রা ও হেমকুণ্ড সাহিব যাত্রা

Chardham Yatra and Hemkund Sahib Yatra suspended due to heavy rains in Uttarakhand

উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে স্থগিত চারধাম যাত্রা

প্রবল বর্ষণের জেরে তছনছ উত্তরাখণ্ড। পরিস্থিতি বিবেচনা করে সোমবার রাজ্য সরকার আপাতত ৫ সেপ্টেম্বর পর্যন্ত 'চার ধাম যাত্রা' ও 'হেমকুণ্ড সাহিব যাত্রা' স্থগিত রাখা হল।

আবহাওয়া দফতরের (IMD) দেওয়া লাল ও কমলা সতর্কবার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। পরবর্তী পাঁচ দিনে সমগ্র রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

গাড়ওয়াল ডিভিশনের কমিশনার তথা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সচিব বিনয় শঙ্কর পাণ্ডে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, আবহাওয়া দফতরের লাল ও কমলা সতর্কবার্তা মাথায় রেখেই চারধাম যাত্রা এবং হেমকুণ্ড সাহিব যাত্রা ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকালে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে প্রাণ যায় দু'জনের। ঘটনাটি ঘটেছে সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ, রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-গৌরিকুণ্ডের মধ্যে মুনকাটিয়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, একটি ম্যাক্স গাড়ির উপর আছড়ে পড়ে পাহাড় থেকে গড়িয়ে আসা এক বিশাল পাথর। গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়, ৩ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের স্থানীয়দের সাহায্যে দ্রুত সোনপ্রয়াগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নদী-নালা ফুঁসছে, সতর্কবার্তা প্রশাসনের

অবিরাম বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে পাহাড়ি নদী-নালা। ক্রমশ জলস্তর বাড়ছে। নদীর ধার ঘেঁষে বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় একাধিক রাস্তা ধসে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ করছে প্রশাসন।

প্রবল বর্ষণের আশঙ্কায় সোমবারই বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি, আধা-সরকারি, বেসরকারি স্কুল থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সব ক্ষেত্রেই ছুটি ঘোষণা করেছে সরকার। দেরাদুন, উত্তরকাশী, চামোলি, চম্পাওয়াত, পিথোরাগড়, হরিদ্বার, পাউরি, নৈনিতাল, উদ্যম সিং নগর, তেহরি এবং আলমোরা জেলায় কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত।

ক্রমবর্ধমান বৃষ্টির দাপটে অচলাবস্থা তৈরি হয়েছে পাহাড়ে। যাত্রা স্থগিত হওয়ায় হতাশ তীর্থযাত্রীদের অনেকেই আপাতত নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে রাজ্যবাসী ও পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই একমাত্র উপায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The forecast by the Alipore Meteorological Department is quite worrying. Read Next

পুজোয় বৃষ্টি! আলিপুর আবহ...