You will be redirected to an external website

ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি, ‘এনাফ ইজ এনাফ’, এক বছরের আলটিমেটাম

Chief Minister angry over DVC water shortage, warns, 'Enough is enough'

ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবার সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC Dam) এর বিরুদ্ধে জলছাড়ার অভিযোগ তুলে বড়সড় হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন, “এনাফ ইজ এনাফ! এবার এক বছরের সময়সীমা দেওয়া হচ্ছে, কথা না শুনলে আমরা ডিভিসির বাঁধের সামনেই আরেকটা বাঁধ করে দেব।”

সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা যেভাবে জল ছেড়ে বাংলার জেলাগুলো ডুবিয়ে দিচ্ছে, তাতে বছরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এবার আর বরদাস্ত করা হবে না।”

তিনি আরও জানান, ডিভিসির জলধারণ ক্ষমতা কমছে কারণ গত ২০ বছরে কোনও ড্রেজিং হয়নি। নির্বাচনের আগে বিজেপি বড় বড় কথা বললেও বাস্তবে কোনও কাজ হয়নি বলে কটাক্ষ করেন তিনি।

এরপরই ঝাঁঝালো সুরে মুখ্যমন্ত্রী বলেন, “তাড়াতাড়ি জল ছেড়ে দেয় যাতে ঝাড়খণ্ড না ভাসে, আর জল এসে পড়ে বাংলায়। এবার যদি ওরা এক বছরের মধ্যে ড্রেজিং না করে, তাহলে আমরা বাঁধ তৈরি করব ডিভিসির বাঁধের সামনেই। যাতে জল আটকে যায়, জেলাগুলো আর ডোবে না।”

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “গায়ে না লাগলে কেউ বোঝে না। এবার যদি আমরা পাল্টা জল ওদের দিকে পাঠাই, তাহলে বুঝবে।”

এই বিষয়ে মুখ্যসচিবকে পরিকল্পনা তৈরির নির্দেশও দেন তিনি। বলেন, “এখন থেকেই প্ল্যান তৈরি করো, আমি পরে বাকিটা দেখে নেব।”

প্রসঙ্গত, ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে একসঙ্গে জল ছাড়লেই বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়ে। প্রতিবছর বর্ষাকালে এই জলছাড়া ঘিরে সৃষ্টি হয় সঙ্কট, যার পুনরাবৃত্তি বন্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজেই।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Durgapur-Siuri closer, Chief Minister inaugurates Jaydev Bridge from Birbhum Read Next

দুর্গাপুর-সিউড়ি আরও কাছ...