ভাষা মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর
২১ শের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপর দুদিনের বীরভূম সফরে এসেছিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাজ্যের প্রথম ভাষা আন্দোলনের ডাক দিয়ে প্রতিবাদ মিছিল করেছেন মুখ্যমন্ত্রী। এরপর ঝাড়গ্রাম। আগামী ৬ আগাস্ট ঝাড়গ্রাম থেকে ভাষা আন্দোলনের ডাকে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
আগামী ৬ আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী ওই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও।
জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরবর্তী ভাষা আন্দোলনের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস-সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বুধবার কলকাতায় বিধানসভা ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো-সহ জঙ্গলমহলের নেতৃত্ব। সকলকেই মিছিলের রূপরেখা ও কর্মসূচির খুঁটিনাটি এদিন পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন ফিরহাদ।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর কর্মস্থান বোলপুর থেকে এই প্রতিবাদ মিছিলের ডাক শুরু হয়েছে। এবার ঝাড়গ্রাম।