বক্রেশ্বরে জলাধারের মধ্যে তাপবিদ্যুৎ প্রকল্পর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে প্রথম জলাধারভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের (Thermal Power Project, Bakreswar) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে বক্রেশ্বর জলাধারের মধ্যে স্থাপিত এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, "এই প্রকল্প রাজ্যে প্রথম। জলাধারের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ খরচ কমাবে, পরিবেশবান্ধবও বটে।"
মমতা জানান, এই প্রকল্প সফল হলে রাজ্যের অন্যান্য জলাধারেও এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। প্রশাসনিক কর্তাদের তিনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
একই মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ হাজারেরও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। মোট ব্যয় প্রায় ১,১৪২ কোটি টাকা। বীরভূমের জয়দেব-কেন্দুলি ও বর্ধমানের মুচিপাড়া-শিবপুরের মধ্যে বহু প্রতীক্ষিত অজয় নদীর ওপর সেতু, মালদহে পাঁচটি নতুন সেতু, সিউড়ি জেলা হাসপাতালে হাইব্রিড সিসিইউ, বসিরহাটে ডায়ালিসিস ইউনিট, ডায়মন্ড হারবারে লালপোল সেতু-সহ একাধিক প্রকল্পের সূচনা হয় এদিন।
অজয় নদীর ওপর নির্মিত সেতুর নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নদীর নামে সেতুর নাম হলেও জয়দেব নামে সেতুর নাম হলে স্থানীয় মানুষের আবেগ জড়াবে।” জেলাশাসক এই প্রস্তাবে সম্মতি জানান।
এদিন পানীয় জলের ‘জলস্বপ্ন’ প্রকল্প নিয়েও কেন্দ্রের উদ্দেশে কড়া ভাষায় সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, "৯০ শতাংশ টাকা রাজ্য দেয়, জমি দেয় রাজ্য, অথচ কেন্দ্র তাদের ৪০ শতাংশ দেওয়ার প্রতিশ্রুতিও রাখে না।" তাই সাংসদ ও বিধায়কদের নিজ নিজ এলাকা থেকে তহবিল দিয়ে পিএইচই বিভাগকে সহায়তার নির্দেশ দেন তিনি।
মুখ্যসচিবকে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র টাকা না দিলেও আমরা মানুষকে অসুবিধার মধ্যে ফেলব না। কাজ করে যাব।"