নেপালের পরিস্থিতি ভয়ঙ্কর!
বর্তমানে শিলিগুড়ি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। এ দিকে, পড়শি দেশ নেপাল উত্তপ্ত। বিগত দু’দিন সে দেশের পরিস্থিতি হাতের নাগালের বাইরে। এমতাবস্থায় রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই পোস্টে দেখা যাচ্ছেন মুখ্য়মন্ত্রী উত্তরকন্যায় রয়েছেন। ব্যস্ত নিজের কাজে। সংশ্লিষ্ট ভিডিয়োটির ক্যাপশনে লেখা, ‘পড়শি দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জ্বলছে । রাজধানী কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন অংশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সেই সে দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। সেই আঁচ পড়েছে বাংলায়ও। পড়শি দেশের অশান্তির জেরে ভারত-নেপাল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই আবহের মধ্যেই সেখানে রয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিশেষ-বিশেষ ঘটনায় সময় রাত জেগে নজরদারি রাখা মুখ্য়মন্ত্রীর বরাবরের অভ্যাস। এর আগে ঘূর্ণিঝড় দানার সময়ও গোটা রাত জেগে নবান্ন থেকে পরিস্থিতি নজরে রাখেন। কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেন। মনিটরে চোখ রাখেন সর্বক্ষণ। সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করেন। এবারও তার অন্যথা হল না।