You will be redirected to an external website

রাজকীয় বিয়ের আড়ম্বর নয়! উজ্জ্বয়নে ২২ হবু দম্পতির সঙ্গে একই মণ্ডপে বিয়ে করছেন মুখ্যমন্ত্রীর ছেলে

Nowadays, weddings are all about pomp, glitter and huge expenses, but a completely different picture is emerging

গণবিবাহে মুখ্যমন্ত্রীর ছেলের বিয়ে!

আজকাল বিয়ে মানেই আড়ম্বর, ঝলমলে সাজসজ্জা আর বিশাল খরচ, সেখানে উজ্জ্বয়ন দেখছে এক একেবারে ভিন্ন ছবি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ছোট ছেলে অভিমন্যু যাদব (Mohan Yadav son wedding) ও ইশিতা যাদব কোনও ব্যক্তিগত রাজকীয় অনুষ্ঠানে নয়, বরং আরও ২১টি দম্পতির সঙ্গে একসঙ্গে গণবিবাহে সাত পাঁকে বাঁধা পড়ছেন (CM’s Son Marries in Mass Wedding)। রাজনৈতিক পরিবারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে ঐক্য, সরলতা ও মূল্যবোধের নতুন বার্তা দিয়েছে।

শনিবার সকাল থেকেই উজ্জ্বয়নের ইম্পেরিয়াল হোটেল এলাকা ছিল রঙে–আলোয় উৎসবমুখর (Ujjain mass marriage,)। মোট ২২টি বরযাত্রী বের হয়। বরেরা ঘোড়ায় চড়ে আসেন, নববধূরা সুন্দরভাবে সাজানো গাড়িতে শোভাযাত্রা করে পৌঁছান। দুই পরিবারের সদস্যরা ব্যান্ডের তালে নেচে আনন্দে মেতে ওঠেন, আর সেই দৃশ্য দেখতে সাধারণ মানুষের ভিড় জমে।

গণবিবাহের আয়োজন করা হয়েছে সানওয়ারা খেড়িতে। জায়গাটি এখন যেন পুরো একটি সাংস্কৃতিক মেলায় বদলে গেছে। সেখানে পাঁচটি বড়সড় সাজানো গম্বুজে তৈরি হয়েছে মণ্ডপ। রয়েছে ৪০×১০০ ফুটের বিশাল প্রধান মঞ্চ, আরেকটি ৫০×২৫ ফুটের মঞ্চ এবং ২২টি পৃথক আসন যেখানে প্রতিটি দম্পতির বিয়ের মূল আচার সম্পন্ন হবে।

এই অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার মানুষ যোগ দেবেন বলে জানা গিয়েছে। হবু দম্পতিদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী- এমনকি সাধারণ মানুষও এই গণবিবাহের সাক্ষী হতে উৎসাহের সঙ্গে আসছেন।

শুক্রবার থেকেই শুরু হয়েছে বিয়ের নানা প্রস্তুতি (Mohan Yadav son wedding)। মুখ্যমন্ত্রীর গীতা কলোনির বাড়িতে সন্ধ্যায় শুভ-পূজা হয়। শনিবার ছিল ঐতিহ্যবাহী রীতি, প্রার্থনা ও আশীর্বাদের নানা অনুষ্ঠান।

একটি মুহূর্ত ভাইরাল হয়েছে, যেখানে অভিমন্যু এবং ইশিতাকে গরুর গাড়িতে চড়ে একটি অনুষ্ঠানে পৌঁছতে দেখা যায়। মালওয়া অঞ্চলের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা সেই দৃশ্য সকলের মন কেড়ে নিয়েছে।

গণবিবাহ শেষ হওয়ার পর সন্ধ্যায় অভিজাত অথর্বা হোটেলে হবে রিসেপশন। সেখানে উপস্থিত থাকবেন দেশের ১১ জন মুখ্যমন্ত্রী, ৮ জন রাজ্যপাল, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা, সন্ন্যাসী এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্ব-অতিথিরা।

রাজ্যপালদের মধ্যে থাকবেন, থাওয়ারচাঁদ গেহলট, আরিফ মোহাম্মদ খান, আচার্য দেবব্রত, বন্দারু দত্তাত্রেয়, হরিবাবু কম্ভাম্পতি, গুলাবচাঁদ কাটারিয়া, হরিভাউ কিষাণরাও বাংডে, আনন্দিবেন প্যাটেল।

রেখা গুপ্তা, পেমা খান্ডু, হিমন্ত বিশ্ব শর্মা, নীতীশ কুমার, প্রমোদ সাওয়ান্ত, ভূপেন্দ্র প্যাটেল, বিষ্ণু দেও সাই, মোহন চরণ মাঝি, নয়ব সিং সাইনি, ভজন লাল শর্মা এবং যোগী আদিত্যনাথ- এই ১১ জন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও, গুরু রামদেব-সহ একাধিক সাধুমহারাজও অনুষ্ঠানে থাকবেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Election Commission (ECI) has accused the state government of withholding the increased allowance of BLOs and EROs. Read Next

BLO, ERO-দের বর্ধিত ভাতা আটকে ...