You will be redirected to an external website

বাংলার বঞ্চনা মানব না, ইলামবাজার থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Will not accept Bengal's deprivation, clear message from Ilambazar by Chief Minister

মমতা বন্দ্যোপাধ্যায়

আশিস মণ্ডল, ইলামবাজার, ২৯ জুলাই : কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, ১০০ দিনের কাজ, সড়ক যোজনার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে। বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে আমাদের দিচ্ছে না। বাংলাকে বঞ্চনা আমরা মানব না। মঙ্গলবার দুপুরে বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস এবং উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ শপথ নিয়ে বলছি কেন্দ্র সরকারের বাংলাকে বঞ্চনা আমরা মানব না। কেন্দ্র ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। সেই কারণে আমরা কর্মশ্রী প্রকল্প চালু করে ৫৮ দিন কাজ দিয়েছি। ব্যয় হয়েছে ২১৫ কোটি ২৯ লক্ষ টাকা"।

ফের পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্যেশ্যে বলেন, "আপনারা পরিজনদের ফিরিয়ে আনুন। ওরা ওখানে যে কাজ করে, বাংলায় সেকাজ করবে। ওরা ফিরে আসতে চাইলে গাড়ি ভাড়া আমরা দেব। রাজ্যে সোনার ক্লাস্টার, সিল্কের ক্লাস্টার, টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে। এখানে কাজের অভাব নাই"।

মুখ্যমন্ত্রীর অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, আসামের মতো যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে সেখানে বাংলালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। ওই সমস্ত শ্রমিকরা আমাদের সময় বাইরে কাজ করতে যায়নি। গিয়েছে আমরা ক্ষমতায় আসার আগে। তাদের সমস্ত নথি রয়েছে। অথচ ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। নয়তো থানায় থানায় ঘোরানো হচ্ছে। তাই আমরা চাইছি আপনারা ফিরে আসুন"।

নির্বাচন কমিশনকে ফের এদিন একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, "কিছু নাম বাদ দেওয়ার জন্য ফের ভোটার তালিকা তৈরি হচ্ছে। কেউ যেন ভোটার তালিকায় নাম তুলতে ভুল করবেন না। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন। সংখ্যালঘু ভাই বোনেরা শুধু ফিরে এলে হবে না। ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করুন। এখানেই থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায় তাহলে আপনারাও পাবেন"।

বাংলা বাঁচে কারোর দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে। এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, সুভাষ চন্দ্র বোসের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, স্বামী বিবেকানন্দের, রামমোহন রায়ের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসির মঞ্চে গেয়েছিলেন একবার বিদায় দাও মা ঘুরে আসি। হাঁসি হাঁসি পড়বো ফাঁসি দেখবে জগৎবাসী। তখন তোমরা কোথায় ছিলে? ইংরেজদের দালালি করছিলে? তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি। যারা দেশের জন্য দিয়েছে প্রাণ, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে দিচ্ছ তার প্রতিদান! ভাষা অত্যাচার আমরা মানব না। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের ভাষার উপর সন্ত্রাস হলে শুনব না। বাংলা ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু ভাষা সন্ত্রাস মানব না।

বিজেপি বাংলার মানুষ তোমাকে সইবেনা। আমি লড়াই করে বাঁচতে জানি। যখন বিরোধী আসনে ছিলাম তখন সিপিএমের অত্যাচার সহ্য করতে হয়েছে। ওরা আমার বাসার শরীর মেরে ভেঙে দিয়েছে। এখন ক্ষমতায় এসে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছ"।এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগাগোড়া মনীষীদের স্মরণ করেন। তাঁদের লেখা কিছু গান, কিছু লেখা তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'FIR should be filed against Mamata', Shuvendur urges Delhi Police to take action Read Next

'মমতার বিরুদ্ধে এফআইআর ক...