‘বাংলাই বাংলা চালাবে, দিল্লি নয়
আবারও বাঙালি অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই ইস্যুতে আগেই সরব হয়েছিল সুপ্রিমোর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। আর উত্তরবঙ্গ থেকে ফের একবার সেই প্রসঙ্গই তুললেন মমতা। ভোটের আগে বুঝিয়ে দিলেন এক ইঞ্চি জমিও তিনি বিজেপিকে ছাড়বেন না।
বাঙালি ভাবাবেগে শান দিয়ে আগামী ছাব্বিশের ভোটে জিততে চাইছে তৃণমূল, বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ভাষা আন্দোলন শুরু করেছে শাসকদল। এমনকী, যে যে জায়গা থেকে বাঙালি নিগ্রহের খবর আসছে রাজ্যের শাসকদল ঝাঁপিয়ে পড়ছে তাঁদের ফিরিয়ে আনার। আজ এ প্রসঙ্গেই মুখ খোলেন মমতা। বলেন, “ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন।”
মমতা এ দিন বলেন, “আয়ুষ্মান ভারতে ভেদাভেদ করে। কিন্তু স্বাস্থ্যসাথীতে ভেদাভেদ নেই। সবাই পায়।” এরপরই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে। আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।”
এরপরই কার্যত চিৎকার করে মুখ্যমন্ত্রী বলেন, “কী অপরাধ বাংলার? বাংলাকে কন্ট্রোল হবে না।বাংলাই বাংলা চালাবে। দিল্লী নয়।” এরপর নেতা কেমন হয় সেই উদাহরণ টানতে গিয়ে আরও একবার প্রসঙ্গ তোলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বোসের নাম নেন। বলেন, “দেশের নেতা সেই হবে যে দেশ বোঝে। যে জাতপাতে ভাগ করে সে দেশের নেতা না। আমরা হার মানব না। মাথা নত করব না।”