নেপাল নিয়ে পর্যটকদের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে বিগত দু’দিন ধরে অশান্তি তৈরি হয়েছে সেখানে। পরিস্থিতি কোনওভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে। এ দিকে, নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। বুধবার তাঁদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন।
এ দিন উত্তরকন্যায় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তিনি বলেন, “যেই শুনেছি নেপালে প্রবলেম চলছে অমনি আমি চলে এসেছি। নজর রাখছি।” সঙ্গে আরও বলেন, “অনেক পর্যটকরা গিয়েছেন নেপালে। আপনারা অপেক্ষা করুন। আস্তে-আস্তে ফিরিয়ে আনব।”
প্রসঙ্গত, বিগত দু’দিন ধরে সে দেশের পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এমতাবস্থায় রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই পোস্টে দেখা যাচ্ছেন মুখ্য়মন্ত্রী উত্তরকন্যায় রয়েছেন। ব্যস্ত নিজের কাজে। সংশ্লিষ্ট ভিডিয়োটির ক্যাপশনে লেখা, ‘পড়শি দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ এরপর আজ প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী পর্যটকদের আশ্বস্ত করেছেন যে চিন্তার কিছু নেই। সরকার তাদের পাশেই রয়েছেন।