You will be redirected to an external website

ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়াল কমিশন, ৪ ডিসেম্বরের বদলে ১১ তারিখ পর্যন্ত চলবে

The opposition was angry that the Election Commission was rushing the Special Intensified Revision (SIR) process.

ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়াল কমিশন

বিরোধীদের ক্ষোভ ছিল বিশেষ নিবিড় সংশোধন তথা SIR প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন (Election Commission)। যে কাছে আড়াই বছর সময় লাগে তা এক মাসে করা হচ্ছে। শেষমেশ পরিস্থিতি বিবেচনা করে এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার মেয়াদ বাড়াল নির্বাচন কমিশন (SIR West Bengal)। পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যের ক্ষেত্রেই তা বাড়ান হল। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে। এখন তা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হল (ECI extends form submission period)।

এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর ফলে গোটা SIR ক্যালেন্ডার বদলে গেল। তাই নির্বাচন কমিশন বাংলা সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision — SIR) প্রক্রিয়ার নতুন সময়সূচি ঘোষণা করেছে (SIR West Bengal New Date)। কমিশনের নোটিশ অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬–কে যোগ্যতার তারিখ ধরে এই সংশোধন প্রক্রিয়া চলবে।

কমিশনের এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, আগে প্রকাশিত ২৭ অক্টোবরের এসআইআর (SIR) সময়সূচি বাতিল করে নতুন ক্যালেন্ডার জারি করা হয়েছে। আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ—এই ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে একইসঙ্গে সংশোধন প্রক্রিয়া চলবে।

নতুন সময়সূচি কী বলছে (SIR new timeline)

  • এনুমারেশন বা তালিকা প্রস্তুতি পর্ব: ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
  • পোলিং স্টেশন পুনর্বিন্যাসও ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
  • ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা প্রস্তুতি পর্ব চলবে এনুমারেশন জমা দেওয়ার শেষ দিন তথা ১১ ডিসেম্বরের পরের দিন ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। 
  • ড্রাফট বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। 
  • দাবি ও আপত্তি জানানোর সময়: ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬।
  • বিজ্ঞপ্তি–পর্ব, শুনানি, যাচাই ও ফর্ম নিষ্পত্তি: ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
  • তালিকার ‘হেলথ প্যারামিটার’ যাচাই ও চূড়ান্ত অনুমোদন: ১০ ফেব্রুয়ারি ২০২৬ -এর মধ্যে শেষ হবে। 
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আগে বলা হয়েছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তা ৭ দিন পিছিয়ে গেল। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব আধিকারিক এবং দফতরকে এই নতুন সময়সূচি দ্রুত জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করা যায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Assembly Election is not far away. Before that, political pressure is again on in Nandigram. Read Next

'উপমুখ্যমন্ত্রী হওয়ার খ...