You will be redirected to an external website

২ নভেম্বর থেকে রাজ্যে শুরু SIR! ভোট প্রস্তুতিতে কড়া কমিশন, কোলাঘাটে বৈঠকে বার্তা

The election bell has rung! The SIR (Special Intensive Revision) may start in the state (West Bengal) from November 2, the Election Commission has said.

২ নভেম্বর থেকে রাজ্যে শুরু SIR!

ভোটের দামামা বেজে গিয়েছে বলেই ইঙ্গিত! আগামী ২ নভেম্বর থেকেই রাজ্যে (West Benga) শুরু হতে পারে SIR (Special Intensive Revision), এমনই বার্তা দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন (Election Commission)।

সূত্রের খবর, কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে- ভোটার তালিকা সংশোধনের আগে প্রতিটি জেলায় প্রস্তুতি খতিয়ে দেখতে হবে। কোথাও যেন ফাঁক না থাকে। কেবল ‘কাগুজে প্রস্তুতি’ নয়, চাই মাঠে নেমে বাস্তব যাচাই।

কমিশনের এক কর্তা বলেন, “ভোটার তালিকা নির্ভুল করতেই SIR। সমস্ত অফিসারদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। অনিয়ম মিললে দায় এড়ানো যাবে না।”

সূত্রের খবর, আগামী দিনে প্রতিটি জেলায় BLO দের সঙ্গে পৃথক পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে কমিশনের। জেলাভিত্তিক রিপোর্ট চাওয়া হয়েছে খুব শীঘ্রই। রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ এসেছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

এককথায়, নির্বাচনের প্রস্তুতি শুরু করেই ফেলল কমিশন। নভেম্বর থেকে রাজ্যজুড়ে ভোটার তালিকা যাচাইয়ের সাফ বার্তা, গাফিলতিতে এবার ছাড় নয়! 

মঙ্গলবার রাতেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে কমিশনের উচ্চপর্যায়ের দল। রয়েছেন উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এসবি যোশী এবং উপ-সচিব অভিনব আগরওয়াল। বুধবার সকালে তাঁদের নেতৃত্বেই হয় রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক। 

সেখানে কমিশনের তরফে সাফ জানানো হয়েছিল, ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে সমস্ত প্রস্তুতি। সময়মতো বিজ্ঞপ্তি জারি ও ফর্ম বিতরণে যেন কোনও গাফিলতি না হয়।

এদিন কোলাঘাটের বৈঠকেও জেলার প্রস্তুতির খতিয়ান খোঁজ খবর নেন কমিশনের কর্তারা। কোথায় কতটা কাজ এগিয়েছে, সরেজমিনে সেই ছবি দেখা হয়। স্পষ্ট জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের চার-পাঁচ দিনের মধ্যেই অন্তত ৩০ শতাংশ ফর্ম ছাপানোর কাজ শেষ করতে হবে। প্রতিটি জেলার নিজস্ব পরিকাঠামো ব্যবহার করে সেই ছাপার কাজ করতে হবে। বিহারের মতো এক জায়গা থেকে ফর্ম পাঠানোর পথে হাঁটবে না কমিশন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Women workers in Karnataka will now get one day of paid leave every month during their menstrual period, a significant decision taken by the state cabinet on Thursday. Read Next

সরকারি-বেসরকারি ক্ষেত্র...