You will be redirected to an external website

দেড় কোটির দুর্নীতি! বেনামি ১২টি সম্পত্তির উল্লেখ, জীবনকৃষ্ণর বিরুদ্ধে ৮০ পাতার চার্জশিট ইডির

The investigating agency submitted an 80-page charge sheet to the Bankshall court on Saturday

জীবনকৃষ্ণর বিরুদ্ধে ৮০ পাতার চার্জশিট ইডির

গ্রেফতারির দু'মাসের মাথায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam Case) তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার ৮০ পাতার চার্জশিট ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় তদন্তকারী সংস্থা। সেখানে উল্লেখ আছে একাধিক বিষয়ের।

সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতিতে দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি তাঁর নামে অন্তত ১২টি বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

গত অগস্ট মাসে  ‘বেআইনি আর্থিক লেনদেন’ ও হিসাববহির্ভূত সম্পত্তি-র অভিযোগে জীবনকৃষ্ণর বাড়িতে হানা দিয়েছিল ইডির দল। শুরু হয় তল্লাশি। সেইসময়েও এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ছিল ইডির উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকি প্রমাণ গোপনের জন্য আবারও মোবাইল ফোন নর্দমায় ফেলে দেন। পরে সেটি উদ্ধার করে ইডি।

এর আগেও ২০২৩ সালে সিবিআইয়ের তল্লাশির সময়ে তিনি নিজের ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। সেইসময় সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। ১৩ মাস জেল খাটার পর সুপ্রিম কোর্টে জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিছুদিনের মধ্যেই ফের গ্রেফতারি, এবার তাঁকে ধরল ইডি। 

যদিও তৃণমূল বিধায়কের দাবি, যে সম্পত্তি নিয়ে এত হইচই, সেটা তিনি দশ বছর ধরে ব্যবসা করে তিলে তিলে তৈরি করেছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Perfect aim, a cool head and unwavering confidence - all of them combined to make history for Jyothi Surekha Vennam Read Next

তিরন্দাজি বিশ্বকাপে ব্র...