জীবনকৃষ্ণর বিরুদ্ধে ৮০ পাতার চার্জশিট ইডির
গ্রেফতারির দু'মাসের মাথায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam Case) তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার ৮০ পাতার চার্জশিট ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় তদন্তকারী সংস্থা। সেখানে উল্লেখ আছে একাধিক বিষয়ের।
সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতিতে দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি তাঁর নামে অন্তত ১২টি বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
গত অগস্ট মাসে ‘বেআইনি আর্থিক লেনদেন’ ও হিসাববহির্ভূত সম্পত্তি-র অভিযোগে জীবনকৃষ্ণর বাড়িতে হানা দিয়েছিল ইডির দল। শুরু হয় তল্লাশি। সেইসময়েও এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ছিল ইডির উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকি প্রমাণ গোপনের জন্য আবারও মোবাইল ফোন নর্দমায় ফেলে দেন। পরে সেটি উদ্ধার করে ইডি।
এর আগেও ২০২৩ সালে সিবিআইয়ের তল্লাশির সময়ে তিনি নিজের ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। সেইসময় সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। ১৩ মাস জেল খাটার পর সুপ্রিম কোর্টে জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিছুদিনের মধ্যেই ফের গ্রেফতারি, এবার তাঁকে ধরল ইডি।
যদিও তৃণমূল বিধায়কের দাবি, যে সম্পত্তি নিয়ে এত হইচই, সেটা তিনি দশ বছর ধরে ব্যবসা করে তিলে তিলে তৈরি করেছেন।