এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ
জগদীপ ধনকড়ের বিদায় ও দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বেছে নিল এনডিএ। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করে দিলেন এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ। তামিলনাড়ুর বাসিন্দা রাধাকৃষ্ণণ বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কর্মরত। ২৬-এ তামিলনাড়ুতে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানকার ভূমিপুত্রকে উপরাষ্ট্রপতি পদে বসানো মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।
উপরাষ্ট্রপতি প্রার্থী বাছতে রবিবার বিজেপির সংসদীয় বৈঠক বসেছিল দিল্লিতে বিজেপির সদর দপ্তরে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং ও অন্যান্য সাংসদরা। বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে উপরাষ্ট্রপতির নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি নাড্ডা। তিনি বলেন, “প্রার্থী বাছতে দলের সব নেতৃত্বের সঙ্গে আলোচনা ও পরামর্শ চাওয়া হয়। এরপর সকলের অনুমতিতে সিদ্ধান্ত নেওয়া হয় উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী হবেন সিপি রাধাকৃষ্ণণ।”
জানা যাচ্ছে, ১৯৫৭ সালের ২০ অক্টোবর জন্ম রাধাকৃষ্ণণের। মাত্র ১৬ বছর বয়স থেকেই আরএসএস ও জনসংঘের সঙ্গে যুধ ছিলেন তিনি। ১৯৯৮ সালে বিজেপির টিকিটে প্রথমবার সাংসদ হন কোয়েম্বাটুর কেন্দ্র থেকে। এরপর সময় যত গড়িয়েছে রাধাকৃষ্ণণের রাজনৈতিক জীবন আরও উজ্জ্বল হয়েছে। ২০২৩ সালে প্রথমবার ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত হন। এর পর ২০২৪ সালে তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট পদ দেওয়া হয় তাঁকে। ২০২৪ সালের ২৭ জুলাই থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছে এই নেতা। সংঘের বিশ্বাসভাজন তথা তামিলনাড়ুর ভূমিপুত্র রাধাকৃষ্ণণকে প্রার্থী করার নেপথ্যে অবশ্য রাজনৈতিক অঙ্ক দেখছে ওয়াকিবহাল মহল। সাংগঠনিকভাবে এই রাজ্যে বিশেষ শক্ত নয় বিজেপি। ফলে ২০২৬-এর তামিলনাড়ু নির্বাচনের আগে ভূমিপুত্র রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে প্রার্থী করে তামিলভূমের মন পেতে চায় গেরুয়া শিবির।